প্রীতি উরাং হত্যা: অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন।
প্রীতি উরাংয়ের মৃত্যুর ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালী।
মঙ্গলবার দুপুর ১২টায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা শহরের মৌলভীবাজার সড়কের লেবার হাউসের সামনে এবং দুপুর ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গলের মানববন্ধনে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও বালিশিরা ভ্যালির সভাপতি বিজয় হাজরার সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি পংকজ কন্দ্র, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল, অর্থ-সম্পাদক পরেশ কালিন্দি, সহসম্পাদক রেখা বাসতি, বালিশিরা ভ্যালির সহসভাপতি সবিতা গোয়ালা প্রমুখ।