সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়ায় ট্রাক বোঝাই আগর কাঠ আটক, বন আইনে মামলা সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে শ্রীমঙ্গল কমলগঞ্জে পল্লী চিকিৎসকদের জমজমাট ব্যবসা শ্রীমঙ্গলে শিশুদের শেখার সুযোগ ও নারীদের জীবিকা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা কর্মধা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল আহমদ শ্রীমঙ্গলে শিশু ধর্ষণের ঘটনায় দুই জন আটক কমলগঞ্জে শাহজালাল মর্ণিং সান স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ আগুনে পুড়ে সাংবাদিক কন্যার মৃত্যু আগামির বাংলাদেশ আমরা তরুণদের হাতে তুলে দেবো: আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান লাউয়াছড়া থেকে একরাতে ৩টি মূল্যবান সেগুন গাছ চুরি, চুরি হওয়া গাছের ১৬ টি খন্ডাংশ উদ্ধার

২১ দিন পর চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে আমদানি রপ্তানি শুরু

সালাহউদ্দিন শুভ / ২৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

চট্রগ্রামে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের ভারতীয় ইসকন কর্মী ও সমর্থকদের বিক্ষোভ, প্রতিবাদে গত ২৭ নভেম্বর থেকে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে আমদানি রপ্তানি বন্ধ ছিল।টানা ২১ দিন বন্ধ থাকার পর ৭০ মে.টন মাছ রপ্তানির মাধ্যমে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে ভারতের সাথে আমদানি রপ্তানি শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের পরিদর্শক হাবিবুর রহমান।

জানা যায়, ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের পর গত ২৭ নভেম্বর মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে রপ্তানির জন্য আসা ৬ ট্রাক বাংলাদেশ মাছ ত্রিপুরার কৈলাশহরের মনু শুল্ক স্টেশনে ঢুকতে দেওয়া হয়নি। বাংলাদেশী ব্যবসায়ীরা দুই দিন ভারতীয় ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করেও তাদের মাছ রপ্তানি করতে পারেনি। এরপর থেকে ত্রিপুরার মনু শুল্ক স্টেশন এলাকায় অবস্থান নেয় ভারতীয় বিক্ষোভকারীরা। ভারতীয় বিক্ষোভকারীরা গত ৩ ডিসেম্বর মঙ্গলবার সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশেরও উদ্যোগ নিলে ভারতীয় সীমান্ত রক্ষী বিএসএফ ও পুলিশের বাঁধায় তারা বাংলা দেশে প্রবেশ করতে পারেনি।

চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে মঙ্গলবার আমদানি রপ্তানিকারক বাংলাদেশ ও ভারতীয় দীর্ঘ আলোচনার পর মঙ্গলবার জারা এন্টারপ্রাইজ এর ৯টি ট্রাকে ৬৭ মে.টন বিভিন্ন জাতের বাংলাদেশী মাছ ও সুমন খান নাম এক ব্যবসায়ীর আরো এক ট্রাকে ৩ মে.টন বাংলাদেশী মাছ ভারতের ত্রিপুরায় রপ্তানি করা হয়।

চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের আমদানি রপ্তানিকারক জসিম উদ্দিন বলেন, ‘টানা ২১ দিন এ পথে আমদানি রপ্তানি বন্ধ ছিল। বন্ধ থাকাবস্থায় ত্রিপুরার ব্যবসায়ীদের সাথে আলোচনার পর মঙ্গলবার দুপুরে ৯টি ট্রাকে ত্রিপুরায় ৬৭ ম.টন বাংলাদেশী মাছ রপ্তানি করা হয়েছে। সুমন খান নামে আরও এক ব্যবসায়ীর ৩ মে.টন মাছ রপ্তানি হয়েছে।

চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের পরিদর্শক হাবিবুর রহমান এ প্রতিনিধিকে বলেন, ‘ভারতীয় এলকায় ভারতীয় বিক্ষোভকারীদের এ অবস্থানের কারনে গত ২৭ নভেম্বর থেকে বাংলাদেশী মাছ ভারতীয় শুল্ক স্টেশনে যেতে পারেনি। দুই দেশের ব্যবসায়ীদের সমন্বয়ে সিদ্ধান্তক্রমে ২১দিন পর মঙ্গলবার থেকে চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে ত্রিপুরায় মাছ রপ্তানি শুরু হয়েছে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর