শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :

আজ মৌলভীবাজার হানাদার মুক্ত দিবস

নিজস্ব প্রতিবেদক / ৫৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

মৌলভীবাজার হানাদার মুক্ত দিবস আজ রোববার। ১৯৭১ সালের ৮ ডিসেম্বর পাক হানাদার বাহিনীকে বিতারিত করে মৌলভীবাজার শহর শত্রুমুক্ত করা হয়েছিল। প্রতি বছর এই দিনটি মৌলভীবাজার মুক্ত দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

রোববার (৮ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিভিন্ন সংস্থা। পরে মুক্তিযোদ্ধাদের নিয়ে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে। অন্যদিকে শহরের চাঁদনীঘাট এলাকায় অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানরা জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পস্তবক অর্পন করা হয়।

১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধারা মরনপণ লড়াই করে পাক হানাদার বাহিনীকে মৌলভীবাজার থেকে বিতারিত করে শত্রুমুক্ত করেছিলেন। মুক্তিযোদ্ধাদের বহুমুখী মরনপণ লড়াই ও ভারত থেকে মুক্তি বাহিনীর ক্রমশ ক্যাম্প অভিমুখে এগিয়ে আসার খবরে পাক বাহিনী ভীত হয়ে পড়ে। অবস্থা বেগতিক দেখে ৮ ডিসেন্বর ভোরে মনুব্রীজসহ বিভিন্ন স্থাপনা ধ্বংস করে পাক বাহিনী শেরপুর হয়ে সিলেটের দিকে পালিয়ে যায়। এর পর মুক্ত হয় মৌলভীবাজার শহর। ওড়ানো হয় স্বাধীন বাংলাদেশের পতাকা।

৭১ সালের ৩০ এপ্রিলের পর থেকে পাকিস্তানি হানাদার বাহিনী ৭ ডিসেন্বর পর্যন্ত রাজাকারদের সহায়তায় মৌলভীবাজারে হত্যা করেছিল অর্ধশতাধিক মুক্তিযোদ্ধাসহ নীরপরাধ মানুষকে। মৌলভীবাজার মুক্ত করতে বীর মুক্তিযোদ্ধা তারামিয়া, জমির মিয়া, নীরোধ চন্দ্র রায়, সিরাজুল ইসলাম,আব্দুল মন্নান, উস্তার উলসহ কয়েক শত নারী-পুরুষ শহীদ হন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর