বছরের প্রায় প্রতিদিনই রয়েছে কোনো না কোনো দিবস। এসব দিবসের মধ্যে রয়েছে আবার কিছু কিছু বিচিত্র দিবস। তবে সব দিবস সব দেশে পালিত হয় না। কিন্তু বিশ্বায়নের এই যুগে এক দেশের দিবস অন্যদেশে পালন করতে কোনো বাধা নেই; যদি না তাতে সামাজিক কোনো শৃঙ্খল বিনষ্ট না হয়। এই যেমন আজ যুক্তরাষ্ট্রে বন্ধুকে টাকা ফেরত দেওয়ার দিন।এটি আপনি-আমি পালন করলে ক্ষতি তো নেইই; বরং সুযোগ রয়েছে বন্ধুতের বন্ধন আরও মজবুত হওয়ার। মার্কিন নাগরিকরা ১৭ অক্টোবর দিনটাকে বেশ ঘটা করেই পালন করে থাকেন। এটিকে বলা হয় “ন্যাশনাল পে ব্যাক এ ফ্রেন্ড” বা “বন্ধুকে টাকা ফেরতের দিন”।
মূলত ১৭ অক্টোবরকে বন্ধুর ধারের টাকা ফেরত দেওয়ার দিন হিসেবে প্রথম উদযাপন করার উদ্যোগ নেয় ব্যাংক অব আমেরিকা। এই দিনটাকে ব্যাংক অব আমেরিকা মূলত তাদের মুনাফা লাভের একটি পদ্ধতি হিসেবেই নিয়েছিল। তাদের পরিকল্পনাও কাজে দিয়েছে বেশ ভালোই। আমেরিকায় এদিনে টাকা পাঠানোর জন্য একাধিক অনলাইন অ্যাপ রয়েছে। এই দিবসে যেগুলোতে হাজার হাজার ডলার বিনিময় হয়।
তবে মার্কিনিদের নিজস্ব দিবস হলেও আজকের দিনটিতে আপনিও পারেন বন্ধুর কাছ থেকে ধার নেওয়া টাকা ফেরত দিয়ে দিতে। তাতে দিবসটি পালন করার উপলক্ষে বন্ধুদের মধ্যে আন্তরিকতাও বাড়বে নিশ্চিত। কারণ, বিপদে-আপদে বন্ধুর কাছ থেকেই তো সবচেয়ে বেশি টাকা ধার নিয়ে থাকি আমরা। আবার ধার নেওয়া টাকা ফেরত দেওয়া না হলে এই সুন্দর সম্পর্কটাতেও ফাটল ধরতে পারে।
টাকা বা অর্থ বন্ধুত্বে ফাটল ধরায় কি-না তা নিয়ে “ফ্রেন্ডস এগেইন রিপোর্ট” নামে একটি জরিপ চালায় যুক্তরাষ্ট্র। ওই জরিপে দেখা যায়, ৫৩% অংশগ্রহণকারীরই বন্ধুত্ব নষ্ট হয়েছে, টাকা ধার নেওয়ার কারণে কিংবা ধারের টাকা কখনো ফেরত না পাওয়ার কারণে।