অবাঞ্ছিত কারাবাস
নিয়তির কারাবাসে ব্যথিত হৃদয়,
অস্ফুট স্বরে খুঁজে আনন্দের অভ্যুদয়।
কাঙ্খিত চাওয়া গুলো হয় নির্দয়,
কাঁচের হৃদয় তবু অক্ষত রয়।খুঁজে ফিরি অদূরে বলাকা ও গাঙচিল,
ভগ্ন হৃদয় কভু পাবে না জেনেও হয় আকুল।
কষ্টার্জিত হাহাকার হৃদয় কে করে ব্যাকুল,
অন্তরীক্ষ প্রেম রচয়িতায় মগ্ন স্বপ্নচিল।অবাঞ্চিত প্রেম গুলো কভু না হারায়,
ক্ষয়ে ক্ষয়ে বারবার ফিরে সে তো তাকায়।
অতল গহ্বরে নিরেট কোন স্বপ্ন সাজায়,
আসবে না ফিরে তবুও কেন হৃদয় রাঙায়?গোলকধাঁধায় নিজেকে বারবার সঁপেছি,
জেনে শুনে কষ্টতেই তবু হার মেনেছি।
মরীচিকা প্রেম অকুন্ঠ শঙ্খচিল জেনেছি,
নিয়তির বিধান কষ্টের অনলে আবৃত, তবু খুঁজেছি।খুব কাছাকাছি, কেনো মিছেমিছি বলো ভালোবাসি,
প্রিয়তার মোহে অস্থির চিত্ত নিংড়ে উঠে,তব ফিরে আসি।
নিশীথিনী বিভাবরী দাম্ভিকতার পদ্মলোচন চোখে যাচি,
রঙহীন জীবনে নির্মোহ হৃদয়ে নির্মেঘ শুভ্রতম মেঘ হয়ে তোমাতে ভাসি।
মন হীন মানুষের মতো জীবন পথে অবাঞ্চিত কারাবাস সয়েছি,
স্বপ্নহীন থেকেও স্বপ্নীল আবরণে নিজেকে সাজিয়েছি।
লেখক–শেখ সেলিনা আক্তার প্রিয়া