সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তিভুক্ত (জিএসটি) বিশ্ববিদ্যালয়গুলোতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে। দেশের বন্যা পরিস্থিতির বিষয়টি বিবেচনা করে গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।
আজ রোববার গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি কমিটির আহ্বায়ক ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন দৈনিক বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। এ ব্যাপারে গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটেও একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বলে জানান তিনি।
উপাচার্য বলেন, ২০২৩–২০২৪ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহে চতুর্থ পর্যায়ের প্রাথমিক ভর্তির কার্যক্রম দেশের বন্যা পরিস্থিতির বিষয়টি বিবেচনা করে চতুর্থ পর্যায়ের প্রাথমিক ভর্তি কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে। পরিস্থিতির স্বাভাবিক হলে ভর্তি কার্যক্রম পুনরায় শুরু করা হবে।
তিনি জানান, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, জিএসটি ভর্তি প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে কিছু অসত্য তথ্য বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে বিভ্রান্তি সৃষ্টিসহ ভর্তিকৃত শিক্ষার্থীদের শিক্ষা জীবনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। জিএসটি একটি স্বচ্ছ প্রক্রিয়া। এসংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে প্রার্থীর জিএসটি রোল, জিএসটিতে আবেদনে প্রদত্ত মোবাইল নম্বর এবং সংশ্লিষ্ট সমস্যার বিস্তারিত লিখে জিএসটি ওয়েবসাইটের কমপ্লেইন বক্সের মাধ্যমে জানালে প্রয়োজনীয় ব্যাখ্যা দেওয়া হবে।
প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা কালীন নিম্নলিখিত বিষয়সমূহ সতর্কতার সাথে উল্লেখ করে তিনি বলেন, পছন্দক্রমে অন্তর্ভুক্ত যে কোনো বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে প্রাথমিক ভর্তির জন্য প্রথমবার নির্বাচিত হবার পরেও প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন না করলে পরবর্তীতে জিএসটি গুচ্ছভুক্ত কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না। এমনকি কোটায় ভর্তির জন্যও বিবেচিত হবে না। প্রাথমিক ভর্তি ফি ৫০০০ টাকা অনলাইনে পরিশোধের পরেও নির্ধারিত সময়ের মধ্যে মূল কাগজপত্র জমা দিতে না পারলে ভর্তি বাতিল হয়ে যাবে এবং জিএসটি এর কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না। কোনো আবেদনকারী প্রাথমিক ভর্তি বাতিল করলে পরবর্তীতে জিএসটির কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থাকবে না। আবেদনকারীর মেধাক্রম ও পছন্দক্রমের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিভাগসমূহে পছন্দক্রমে অন্তর্ভুক্ত মাইগ্রেশন প্রক্রিয়া স্বয়ংক্রিয় পদ্ধতিতে সম্পন্ন হবে।
তিনি আরও বলেন, স্টপ অল মাইগ্রেশন সম্পন্ন করলে বর্তমানে ভর্তিকৃত বিভাগ ব্যতীত পছন্দক্রমে অন্তর্ভুক্ত অন্য কোনো বিশ্ববিদ্যালয় বা বিভাগে ভর্তির সুযোগ থাকবে না। এছাড়া স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন সম্পন্ন করলে বর্তমানে ভর্তিকৃত বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না। সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অপেক্ষাকৃত অধিকতর পছন্দের বিভাগে মাইগ্রেশনের সুযোগ থাকবে। ভর্তি পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও অনলাইনে প্রাথমিক ভর্তি সম্পন্ন করার প্রয়োজনীয় বিবরণ গুচ্ছ ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (https://gstadmission.ac.bd/) এ যথাসময়ে পাওয়া যাবে।