উপমহাদেশের সংগীতপ্রেমীদের আবেগের আরেক নাম অরিজিৎ সিং। মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ছেলে শুধু দেশ নয়, বিদেশেও কোটি কোটি মানুষের মন জয় করেছেন। বলিউডের একাধিক সিনেমার হিট টাইটেল ট্র্যাক রয়েছে তার ঝুলিতে। মুম্বাই জয় করলেও অরিজিৎ সিং বেশির ভাগ সময়ই থাকেন মুর্শিদাবাদে। তারকার সাদামাটা জীবন চর্চার বিষয় থেকেছে বরাবর। আর তারকা অরিজিৎ মাটির কাছাকাছি থাকার জন্য তাকে আরও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। সংগীতাঙ্গনের বিনোদন জগতের অন্যতম ব্যস্ত এবং সফল এই গায়কের যার সুরেলা কণ্ঠে মুগ্ধ আট থেকে আশি বছরের সবাই, সেই গায়কই বৃহস্পতিবার গভীর রাতে দুঃসংবাদ দিলেন। অসুস্থ অরিজিৎ। যার জেরে বাতিল হয়েছে তার গোটা আগস্ট মাসের সব কনসার্ট। শ্রোতা অনুরাগীদের কাছে ক্ষমাও চেয়ে নিলেন গায়ক।
জানা গেছে, আগস্ট মাসজুড়ে ব্রিটেনের বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করার কথা ছিল তার। কিন্তু অসুস্থতার কারণে শোগুলো করতে পারছেন না এই গায়ক। নিজেই জানালেন সে কথা। ক্ষমা চাইলেন শ্রোতাদের কাছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতি দিয়ে অরিজিৎ লিখেছেন, ‘সবাইকে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, শারীরিক অসুস্থতার কারণে আগস্টের সব শো পিছিয়ে দিতে হচ্ছে। আমি জানি, আপনারা সবাই এই শোগুলোর জন্য অপেক্ষারত ছিলেন। কিন্তু, আমি ক্ষমা চাইছি এর জন্য। আপনাদের ভালোবাসা এবং সমর্থনই আমার একমাত্র শক্তি। এই থমকে যাওয়া থেকে নতুন এক প্রতিজ্ঞা নিচ্ছি, এর পর আমাদের সাক্ষাৎ স্মরণীয় হবে।’
একই সঙ্গে সেপ্টেম্বরে তার কনসার্টের তারিখ এবং জায়গা সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছেন অরিজিৎ সিং। তিনি ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন। তাদের সঙ্গে সারাজীবন মনে রেখে দেওয়ার মতো মুহূর্ত তৈরি করতে যে তিনি ব্যাকুল, তাও জানান গায়ক। আগস্টের শোগুলো বাতিল করার কারণে তিনি ফের একবার ক্ষমা চেয়েছেন ভক্তদের কাছে। এই পোস্টের পরেই উদ্বিগ্ন ভক্তরা। তবে কি গায়ক অসুস্থ? দ্রুত এই পরিস্থিতি থেকে অরিজিৎ সিং বেরিয়ে আসুক, সেই কামনা করতে দেখা গিয়েছে নেটিজেনদের।
অরিজিতের শোগুলো হওয়ার কথা ছিল লন্ডন, বার্মিংহাম, ম্যানচেস্টার ইত্যাদি জায়গায়। আগস্ট মাসের পরিবর্তে সেগুলো হবে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে।