শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :

নিরপরাধ শিক্ষার্থীদের হয়রানির না করার আহ্বান ববি প্রশাসনের

অনলাইন ডেস্ক / ৭২ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
ববির একটি ভবন। ফাইল ছবি

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ও আইনশৃঙ্খলা বিনষ্টের ঘটনায় নিরপরাধ শিক্ষার্থীদের হয়রানি না করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রশাসন।

নিরপরাধ কেউ হয়রানির শিকার হলে সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে জানাতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আবদুল কাইয়ুম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শুক্রবার এসব আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিদ্যমান সার্বিক পরিস্থিতিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নিরপরাধ ও সাধারণ শিক্ষার্থীদের কোনো প্রকার হয়রানি না করে তাদের সুরক্ষা প্রদানের বিষয়টি নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি অত্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে।’

এতে আরও বলা হয়, ‘বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী যদি অহেতুক হয়রানির শিকার হয়, তাহলে প্রক্টর অফিসের সাথে যোগাযোগের জন্য নির্দেশনা প্রদান করা হচ্ছে। এ বিষয়ে অত্র বিশ্ববিদ্যালয় থেকে সকল ধরনের সহযোগিতা প্রদান করা হবে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর