পুলিশের ৪০ ঊর্ধ্বতন কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে রোববার তাদের পদে রদবদল করা হয়।
একটি প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি (সুপারনিউমারারি) পদমর্যাদার একজন এবং উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ৯জন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।
আরেক প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৫জন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।
এ ছাড়া আরেক প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার পদমর্যাদার ১৫জন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।