সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়ায় ট্রাক বোঝাই আগর কাঠ আটক, বন আইনে মামলা সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে শ্রীমঙ্গল কমলগঞ্জে পল্লী চিকিৎসকদের জমজমাট ব্যবসা শ্রীমঙ্গলে শিশুদের শেখার সুযোগ ও নারীদের জীবিকা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা কর্মধা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল আহমদ শ্রীমঙ্গলে শিশু ধর্ষণের ঘটনায় দুই জন আটক কমলগঞ্জে শাহজালাল মর্ণিং সান স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ আগুনে পুড়ে সাংবাদিক কন্যার মৃত্যু আগামির বাংলাদেশ আমরা তরুণদের হাতে তুলে দেবো: আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান লাউয়াছড়া থেকে একরাতে ৩টি মূল্যবান সেগুন গাছ চুরি, চুরি হওয়া গাছের ১৬ টি খন্ডাংশ উদ্ধার

পাবনায় সংবাদ সংগ্রহের পথে সাংবাদিকের ওপর হামলা

অনলাইন ডেস্ক / ৬৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২২ জুন, ২০২৪

পাবনার সুজানগর উপজেলায় খুনের ঘটনায় সংবাদ সংগ্রহে যাওয়ার পথে উপজেলা নির্বাচনে পরাজিত প্রার্থী শাহীনুজ্জামান শাহীনের সমর্থকদের হামলায় এক সাংবাদিক আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

উপজেলার আমিনপুর থানার রানীনগর ইউনিয়নের উত্তর রানীনগর গ্রামে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

আহত সেলিম মোর্শেদ‌ রানা আনন্দ টেলিভিশনের পাবনা জেলা প্রতিনিধি এবং উপজেলার হাটখালি ইউনিয়নের হাটখালি গ্রামের বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে রওনা দেন সেলিম মোর্শেদ রানাসহ কয়েকজন সাংবাদিক, ঘটনাস্থলের একটু দূরে পৌঁছানো মাত্র দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাকে ঘিরে ধরেন উপজেলা নির্বাচনে পরাজিত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীনের সমর্থকরা। তার পরিচয় জানার পরও তাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করা হয়।

এ সময় আশপাশের লোকজন ও অন্যা সাংবাদিক এগিয়ে এসে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।

সেলিম মোর্শেদ বলেন, ‘শাহীন গ্রুপের লোক নিহত হওয়ায় সন্ধ্যায় ওই এলাকায় কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ এবং কয়েকটি বাড়ি থেকে গবাদিপশুসহ কয়েক লাখ টাকার মালামাল লুট হয়েছে- এমন সংবাদ পাওয়া গেলে আমরা কয়েকজন সাংবাদিক সেখানে যাই, তখন পেছন থেকে অতর্কিতভাবে আমার ওপর হামলা করা হয়।’

এ বিষয়ে পাবনার সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) রবিউল ইসলাম বলেন, ‘আমরা বিষয়টি শুনেছি, কিন্তু লিখিত অভিযোগ এখনও পাইনি। অভিযোগ পেলে অবশ্যই আইনি ব্যবস্থা নেয়া হবে।’

তবে এ ব্যাপারে পরাজিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীনের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

গত ৮ মে সুজানগর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে তৎকালীন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীনকে পরাজিত করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর