বরগুনার আমতলী উপজেলায় বেইলি ব্রিজ ভেঙে মাইক্রোবাস ও অটোরিকশা সুবন্ধী নদীতে পড়ে নারী ও শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ১০ জন নিখোঁজ রয়েছেন।
শনিবার বেলা আড়াইটার দিকে উপজেলার চাওড়া ও হলদিয়া ইউনিয়নের সংযোগ সেতুটি পার হতে গিয়ে এ দুর্ঘটনার শিকর হয় বরযাত্রীবাহী মাইক্রোবাস ও একটি অটোরিকশা।
আমতলী থানার ওসি কাজী তোফাজ্জল হোসেন তপু জানান, হতাহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ৯ জনকে মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে দুইজন শিশু ও সাতজন নারী।
আমতলী ও পটুয়াখালীা ফায়ার সার্ভিস ও পুলিশ বাহিনীর সদস্যরা উদ্ধার কাজ করছেন। আমতলীর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারিক হাসান ঘটনাস্থলে থেকে উদ্ধার কার্যক্রম তদারকি করছেন।