‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ এই স্লোগানকে সামনে রেখে ভূমিসেবা সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষে মৌলভীবাজারে র্যালী ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। শরিবার (৮ জুন) দুপুরে জেলা জেলা প্রশাসক কার্যালয় থেকে র্যালীটি বের হয়ে প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে আবার জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। পরে হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ এর সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার)। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুস সালঅম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন চৌধুরী, সাবেক জেলা আওয়ামীলীগের সাংঘঠনিক সম্পাদক মো. সাইফুর রহমান বাবুল প্রমুখ ।
র্যালী আলোচনা সভায় সরকারি কর্মকর্তাসহ সাংবাদিক ও স্কুল কলেজের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।