ক্যাপশন নিউজ—
“ভূমিগর্ভ হতে শুনেছিলে তুমি সূর্যের আহ্বান, প্রাণের প্রথম জাগরণে ‘বৃক্ষ’ তুমি আদিপ্রাণ।” বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার “মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ে” ছাত্রদের অংশগ্রহণে বৃক্ষ রোপণের আয়োজন করে।