মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশের বৃহত শ্রমিক সংগঠন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার রাজঘাট চা বাগানের নাট মন্ডপ প্রাঙ্গনে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি পংকজ কন্দ এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নৃপেন পাল, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, অর্থ সম্পাদক পরেশ কালিন্দী প্রমুখ। এসময় চা শ্রমিক ইউনিয়নের বিভিন্ন ভ্যালীর সভাপতি সাধারণ সম্পাদকসহ চা শ্রমিকরা উপস্থিত ছিলেন।