রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
তালামীযে ইসলামিয়া নৈতিকতার অবক্ষয় থেকে ছাত্রসমাজকে বিরত রাখতে কাজ করছে–এস এম মনোয়ার হোসেন বাবা ও মেয়ের গলায় দা ধরে ছিনতাই- গ্রেফতার দুই মৌলভীবাজারে হবিগঞ্জী বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, সড়ক অবরোধ-বাস ভাঙচুর  কমলগঞ্জে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মেলন অনুষ্ঠিত কমলগঞ্জে পূজা উদযাপন পরিষদের বৃক্ষরোপন আমিরের সুচিকিৎসা নিয়ে জামায়াতকে খোলা চিঠি আমরা জুলাইয়ের স্পিরিট থেকে বেরিয়ে ক্ষমতার জন্য লড়ছি: মির্জা ফখরুল কয়েকদিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা হবে: আইন উপদেষ্টা শ্রীমঙ্গলে কাভার্ডভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১, আহত ১ জামায়াত আমিরের হার্টে ৩ ব্লক, জরুরি বাইপাস সার্জারির সিদ্ধান্ত

রাফাহতে বাস্তুচ্যুতদের শিবিরে ইসরায়েলের হামলা, নিহত ৩৫

অনলাইন ডেস্ক / ৫৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৭ মে, ২০২৪

ফিলিস্তিনের গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে বাস্তুচ্যুতদের একটি শিবিরে ইসরায়েলের হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন।

শহরের তাল আস-সুলতান এলাকায় চালানো এ হামলায় নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটির সোমবারের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনী রাফা শহরের একটি পরিকল্পিত নিরাপদ অঞ্চলে বাস্তুচ্যুতদের শিবিরে বোমা হামলা চালিয়েছে বলে কর্মকর্তাদের জানিয়েছে। এ হামলায় কমপক্ষে ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশির ভাগই নারী ও শিশু।

ইসরায়েলি বাহিনী গত ২৪ ঘণ্টায় জাবালিয়া, নুসেইরাত এবং গাজা সিটিসহ গাজার বিভিন্ন এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্রগুলোতে বোমাবর্ষণ করেছে এবং ফিলিস্তিনি কর্মকর্তাদের মতে এতে কমপক্ষে ১৬০ জন নিহত হয়েছেন।

হামলার বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা হামাস যোদ্ধাদের লক্ষ্যবস্তু করে এ হামলা করেছে। এ সময় আগুন লেগে বেসামরিক লোকজন আহত হয়েছে বলেও স্বীকার করেছে বাহিনীটি।

এর আগে অবিলম্বে রাফাহতে সামরিক অভিযান বন্ধ করতে শুক্রবার ইসরায়েলকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। দক্ষিণ আফ্রিকার করা মামলার পরিপ্রেক্ষিতে এক জরুরি রায়ে এ নির্দেশ দেয় জাতিসংঘের শীর্ষ এ আদালত।

আইসিজের রায় ঘোষণার কয়েক মিনিটের মধ্যে রাফা শহরের কেন্দ্রে অবস্থিত শাবউরা ক্যাম্পে ইসরায়েলের সামরিক বিমান দফায় দফায় হামলা চালায় বলে জানায় বিবিসি।

৭ অক্টোবর থেকে গাজায় চলমান ইসরায়েলি হামলায় এ পর্যন্ত কমপক্ষে ৩৫ হাজার ৯৮৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৮০ হাজার ৬৪৩ জন। সেই তারিখে হামাসের হামলায় ইসরায়েলে মৃতের সংখ্যা ১ হাজার ১৩৯।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর