শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :

জ্যোতিকে সম্মাননা দিচ্ছে “মণিপুরি থিয়েটার”

সালাহউদ্দিন শুভ / ৯৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৬ মে, ২০২৪

মাইকেল মধুসূদন দত্তের ‘বীরাঙ্গনা কাব্য’ অবলম্বনে তৈরি হয়েছে ‘কহে বীরাঙ্গনা’ নাটক। নাট্যকার শুভাশিস সিনহা নির্দেশিত এই নাটকটিতে একাই চার নারী চরিত্রে অভিনয় করেছেন জ্যোতি সিনহা। শততম মঞ্চায়নের দিন আগামী ৩১ মে (শুক্রবার) শিল্পকলা একাডেমির পরীক্ষণ হলে এই অভিনেত্রীকে সম্মাননা দেবে মণিপুরি থিয়েটার।

এ প্রসঙ্গে জ্যোতি গণমাধ্যমকে বলেন, যে কোনো থিয়েটার দলের জন্য কোনো প্রযোজনার শততম প্রদর্শনী করতে পারাটা নিঃসন্দেহে আনন্দের। সঙ্গে চ্যালেঞ্জিংও। মণিপুরি থিয়েটার সেটা করতে পেরেছে।

তিনি আরও বলেন, শততম প্রদর্শনীতে আমাকে সম্মাননা দেওয়া হবে জানতে পেরে খুবই ভালো লাগছে। পাশাপাশি দীর্ঘপথ পাড়ি দিয়ে দর্শক ভালোবেসে ক্ল্যাসিক এ নাটকটিকে যে এতদূর নিয়ে এসেছেন, সেজন্য তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অফিসিয়াল ফেইসবুক আইডিতে জ্যোতি লিখেন, সংবাদমাধ্যমে শততম প্রদর্শনীর চেয়ে সম্মাননার বিষয়টি বেশি গুরুত্ব পাচ্ছে, এটি আমার জন্য বিব্রতকর। ২৭ বছর ধরে জীবনের নানা সংকটেও নিরবচ্ছিন্ন ভাবে একটা নাট্যদলে কাজ করে যেতে পারছি, এটাই ঈশ্বরের কাছ থেকে পাওয়া পরম আশীর্বাদ। আর যদ্দূর জানি শততম প্রদর্শনী শেষে দলের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হবে। এ নিশ্চয়ই এক অন্যরকম আনন্দের ব্যাপার! তবে তার চেয়েও বড় ‘কহে বীরাঙ্গনা’ নাটকটির শততম প্রদর্শনী। ৩০ ও ৩১ মে সন্ধ্যায় ৯৯ আর শততম প্রদর্শনীর আয়োজনে অনেকদিন পর আপনাদের সাথে আবার ঢাকা শিল্পকলায় দেখা হবে, এ-ই বড়ো আনন্দের।
আন্তরিক আমন্ত্রণ।

প্রসঙ্গত, ২০১০ সালের ২৪ ডিসেম্বর ‘কহে বীরাঙ্গনা’ নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হয়েছিল। যা ৩১ মে পূর্ণ করবে শততম মঞ্চায়ন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর