শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে হবিগঞ্জী বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, সড়ক অবরোধ-বাস ভাঙচুর  কমলগঞ্জে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মেলন অনুষ্ঠিত কমলগঞ্জে পূজা উদযাপন পরিষদের বৃক্ষরোপন আমিরের সুচিকিৎসা নিয়ে জামায়াতকে খোলা চিঠি আমরা জুলাইয়ের স্পিরিট থেকে বেরিয়ে ক্ষমতার জন্য লড়ছি: মির্জা ফখরুল কয়েকদিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা হবে: আইন উপদেষ্টা শ্রীমঙ্গলে কাভার্ডভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১, আহত ১ জামায়াত আমিরের হার্টে ৩ ব্লক, জরুরি বাইপাস সার্জারির সিদ্ধান্ত হার্টে ব্লক: সিঙ্গাপুর যাবেন না জামায়াত আমির, দেশেই সার্জারি করাতে অনড় ১০২ এসিল্যান্ড প্রত্যাহার

ফেসবুক লাইভে হত্যার হুমকির অভিযোগে জিডি কুলাউড়ার মেয়রের

ডেস্ক রিপোর্ট / ৫৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২২ মে, ২০২৪
মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ। ছবি: জাতীয় তথ্য বাতায়ন

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে হত্যার হুমকির অভিযোগে রোববার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার মেয়র।

জিডিতে মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ অভিযোগ করেন, তাকে হত্যার হুমকি দিয়েছেন সুন্দর আলী (৪০) নামের এক যুবক।

মেয়রের জিডির বিষয়টি বুধবার জানাজানি হয়।

জিডিতে উল্লেখ করা হয়, গত ১৪ মে সন্ধ্যা সাতটা ও ১৫ মে সন্ধ্যা পৌনে সাতটার দিকে কুলাউড়া উপজেলার মনসুর গ্রামের সুন্দর আলী ফেসবুকে লাইভে এসে মেয়র সিপার উদ্দিনকে অকথ্য ভাষায় গালাগালির পাশাপাশি হত্যার হুমকি দেন। কয়েক মাস আগেও এভাবে মেয়রকে হত্যার হুমকি দেন সুন্দর আলী। এর পরিপ্রেক্ষিতে চলতি বছরের ২ জানুয়ারি থানায় জিডি করেন মেয়র।

জিডিতে মেয়র আরও উল্লেখ করেন, সুন্দর আলী বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। তার নামে কুলাউড়া ও মৌলভীবাজার সদর থানায় ১৫টি মামলা চলমান।

এ বিষয়ে মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ বলেন, ‘আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। হত্যার হুমকিদাতা সুন্দরকে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।’

কুলাউড়া থানার ওসি আলী মাহমুদ বলেন, ‘সুন্দর আলীর বিরুদ্ধে কয়েক মাস আগে থানায় একটি গণধর্ষণের মামলা হয়। এরপর থেকে সে আত্মগোপনে রয়েছে।’

তিনি বলেন, ‘মেয়রের জিডি পেয়েছি। সুন্দর আলীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

এদিকে সুন্দর আলী পলাতক থাকায় তার কোনো বক্তব্য নেয়া সম্ভব হয়নি


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর