ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’ আসতে চলেছে এবার অনেকগুলো ভাষায়। তবে হিন্দিটি অনেক বেশি জনপ্রিয়। কারণ সালমান খানের মতো তারকা এটির সঞ্চালক। কিন্তু, এবার হয়তো তা আর হবে না। জুনের প্রথম সপ্তাহ থেকে আসছে ‘বিগ বস OTT সিজন-৩’। যা দেখতে এবার থেকে আলাদা টাকাও দিতে হবে। তবে সাবস্ক্রিপশন থাকলেও সালমান খানকে সপ্তাহান্তে পর্দায় দেখা যাবে না। এই শোয়ের জন্য আরও তিনজনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের নামও জানা গিয়েছে ইতোমধ্যেই।
‘বিগ বস ওটিটি ৩’-এর জন্য ভক্তরা ভীষণ উত্তেজিত। কবে শুরু হবে তার জন্য অধীর আগ্রহে অপেক্ষাও করছেন তারা। এর আগে খবর রটেছিল এ বছর আসবে না বিগ বস। কিন্তু পরে জানা যায় জুনের প্রথম সপ্তাহ থেকে প্রিমিয়ার হবে। এই সুসংবাদের পরে ভক্তরা রীতিমতো হতবাক। এবার তাদের শোটি দেখতে জিও-র সাবস্ক্রিপশন করাতে হবে এবং একটি আরও বড় ধাক্কা আসবে বলেও জানা গেছে। সালমান খানের সিডিউল সমস্যা রয়েছে বলেও খবর প্রকাশিত হয়েছে। অনেক কাজ আছে তার হাতে এবং এ কারণে সময় দিতে সমস্যা হচ্ছে। জ্যাকি শ্রফের মেয়ে থেকে শুরু করে কপিল শর্মার ‘স্ত্রী’, এরা সবাই ‘খতরো কে খিলাড়ি 14’-এ থাকবেন। প্রত্যেকেই নিচ্ছেন মোটা টাকা।
ভারতীয় গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, নির্মাতারা এখন সালমান খানের বিকল্প খুঁজছেন। এরই মধ্যে তিনটি নামও পাওয়া গেছে। যার মধ্যে রয়েছে করণ জোহর, সঞ্জয় দত্ত এবং অনিল কাপুর। চলতি মৌসুমের সঞ্চালক হওয়ার জন্য তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এটাও বলা হচ্ছে যে অনিল কপুরের সঙ্গে এখনো কথা হয়নি তবে সঞ্জয় দত্তের সঙ্গে শিগগিরই কথা হতে পারে। এ ছাড়াও করণ জোহর ওটিটির প্রথম সিজন সঞ্চালনা করেন এবং সলমানের অনুপস্থিতিতে দায়িত্ব নেন। তাকেও এই সুযোগ দেওয়া যেতে পারে।
তবে সালমান খানের কারণেই মানুষ এই শো বেশি দেখেন। বিশেষ করে ‘উইকেন্ড কা ওয়ার’। কারণ, দর্শক সপ্তাহজুড়ে ঘটে যাওয়া ঘটনার বিবরণ দেখতে পাবেন শনি ও রোববারের পর্বে। সালমানের রাগ, তার প্রতিক্রিয়াও টিআরপির জন্য ভালো। এমতাবস্থায় অনিল, সঞ্জয় বা করণ যদি আসেন, তাহলে এই শো তেমন প্রচার পাবে না।