শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৬:২২ অপরাহ্ন

বজ্রপাতে বড়লেখায় প্রাণ গেল চা শ্রমিকের

অনলাইন ডেস্ক / ৪৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
প্রতীকী ছবি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বজ্রপাতে রবি দাস নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) বিকাল উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে ধান কাটার সময় এ ঘটনা ঘটে। নিহত মাখন (৪৮) শাহবাজপুর ইউনিয়নের অহিদাবাদ চা বাগানের মৃত শংকুরা রবি দাসের ছেলে।

স্থানীয়রা জানান, মাখন রবি দাস শ্রীধরপুর গ্রামের আলমাছ মিয়ার জমির ধান কাটতে ধান ক্ষেতে ছিলেন। বিকাল সাড়ে ৩টার দিকে বৃষ্টির সাথে ভয়ঙ্কর বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই মাখন নিহত হন।

উত্তর শাহবাজপুর ইউপির চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ বজ্রপাতে চা শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। পুলিশও এসেছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর