বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :

সন্তান বিক্রি করে মোবাইল কিনলেন মা

অনলাইন ডেস্ক / ১৫১ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

স্বামীর সঙ্গে কলহের জেরে চার মাসের শিশু সন্তানকে ৪০ হাজার টাকায় বিক্রি করে নাকের নথ, নুপুর, মোবাইল ফোন ও জুতা কেনার অভিযোগ উঠেছে লাবনী আক্তার লিজা নামে এক মায়ের বিরুদ্ধে।

সম্প্রতি টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের পুন্ডুরা সেওড়াতলা এলাকায় এ ঘটনা ঘটে। এনিয়ে এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়।

এ ঘটনায় লাবনীর স্বামী রবিউল ইসলাম বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় মধুপুর থানায় অভিযোগ করলে শিশুটি উদ্ধারে তৎপরতা শুরু করেছে পুলিশ। রাতভর অভিযান চালিয়ে শুক্রবার (১৮ এপ্রিল) ভোরে শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেয় পুলিশ।

লাবনীর স্বামী রবিউল ইসলাম বলেন, তামিমের জন্মের পর থেকে সংসারে অশান্তি নেমে আসে। কয়েক দিন আগে লাবনী আমার ছেলে তামিমকে নিয়ে তার বোনের বাড়ি ভূঞাপুরে যায়। সেখানে বেশ কয়েক দিন থাকার পর বাড়ি আসতে বললে লাবনী দুর্ব্যবহার করে। আমার সঙ্গে সংসার করবে না বলে জানিয়ে দেয়। এর মধ্যে গত বৃহস্পতিবার সন্তান বিক্রির খবর পাই। পরে কৌশলে লাবনীকে বাড়ি নিয়ে আসি। এ সময় সে তামিমকে বিক্রি করার কথা স্বীকার করে। পরে পুলিশকে বিষয়টি জানালে ছেলেকে উদ্ধার করে আমাদের কাছে ফিরিয়ে দেয়।

অভিযুক্ত লাবনী আক্তার লিজা বলেন, আমার মাথা ঠিক ছিল না। ৪০ হাজার টাকায় ছেলে তামিমকে বিক্রি করি। ওই টাকায় মোবাইল, নুপুর ও নাকের নথ কিনছি। এটা আমার ভুল হয়েছে। এর জন্য আমি অনুতপ্ত।

মধুপুর থানার ওসি মো. এমরানুল কবীর বলেন, শিশু বিক্রির অভিযোগ পাওয়া পরে ওসি তদন্ত রাসেল আহমেদের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে শুক্রবার সকালে তাদের কাছে বুঝিয়ে দেয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর