মৌলভীবাজারের কমলগঞ্জে ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা ভূমি কমিশনার রইস আল রেজওয়ান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুমিন, জয়নাল আবেদীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুল আলম ভূঁইয়া,উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম, মাধ্যমিক কর্মকর্তা সামছুনন্নাহার পারভিন, প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা জয় কুমার হাজরা,মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা তালুকদার, আনসার কর্মকর্তা সামসুন নাহার ও যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাসুদ ভূইয়া প্রমুখ।