আলোর পথিক সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে আজ ৭ই এপ্রিল পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অসহায়, দরিদ্র সুবিধাবঞ্চিত মানুষদের মধ্যে ” ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার (৭ এপ্রিল) দুপুরে সংঘটনের পক্ষ থেকে ভানুগাছ বাজারের অস্থায়ী কার্যালয়ে এসব বস্ত্র বিতরন করা হয়।
সংগঠনের সভপতি সায়েদ খাঁন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ মুন্নার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান মো. আতাউর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্ট ও কমলগঞ্জ পৌর সভার সাবেক প্যানেল মেয়র মো. আনোয়ার হোসেন ,উপদেষ্টা আফজাল হোসেন, উপদেষ্টা প্রত্যুষ ধর, উপদেষ্টা শামীম তালুকদার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি রিফাতুর রহমান রিমন, তানভীর আহমেদ অমি, যুগ্ম-সাধারণ সম্পাদক জোয়াহিদ খান, রাজিব, আহমদ, সাংগঠনিক সম্পাদক, শাহ আলম খান , সহ-সাংগঠনিক সম্পাদক ,হাসিবুল হাসান শান্ত প্রচার সম্পাদক সুমন আহমেদ প্রমুখ।
আয়োজক কমিটি জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও অসহায় মানুষের মুখে একটু খাশি ফুটানোর জন্য আমাদের এই আয়োজন। তাদের মধ্যে লুঙ্গি ,শাড়ি ,শিশুদের জন্য পাঞ্জাবি ও জামা বিতরণ করা হয়।