শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :

ভাবনার আরও এক নতুন পরিচয়

বিনোদন ডেস্ক / ১৭৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১০ মার্চ, ২০২৪

চলমান সময়ের ব্যস্ত অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ছোটপর্দার পাশাপাশি বড় পর্দায়ও অভিনয় করছেন তিনি। অভিনয়ের বাইরে লেখক হিসেবেও আলাদা একটা পরিচয় আছে তার। সেই সঙ্গে শখের বশে আঁকাআঁকিতেও সুনাম অর্জন করেছেন। এবারের বইমেলায় প্রকাশ পেয়েছে ভাবনার লেখা উপন্যাস ‘কাজের মেয়ে’। এটি অভিনেত্রীর ষষ্ঠ বই।

তবে এবার তার পরিচিতির তালিকা আরও খানিকটা লম্বা হচ্ছে। প্রযোজক হিসেবে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন এই মডেল-অভিনেত্রী। নারী দিবস উপলক্ষে বোন অদিতি হাবিব অনন্যাকে সঙ্গে নিয়ে ঘোষণা দিলেন নতুন প্রযোজনা প্রতিষ্ঠানের। দুই বোনের প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ‘ক্রো ফিল্মস’।

এ বিষয়ে আশনা হাবিব ভাবনা বলেন, ‘অনেক দিন আগে থেকেই আমি ও আমার বোন মিলে এ রকম কিছুর চিন্তা করছিলাম। গতকাল ছিল আন্তর্জাতিক নারী দিবস। বিশেষ এই দিনটিকে নিজেদের প্রযোজনা প্রতিষ্ঠানের ঘোষণা দেওয়ার জন্য বেছে নিলাম।’ প্রযোজনা প্রতিষ্ঠানের নাম নিয়ে ভাবনার ভাষ্য, ‘কাকের প্রতি আমার ভালোবাসার কথা সবাই জানে। সেই ভালোবাসা থেকেই ‘ক্রো ফিল্মস’ নামটি বেছে নেওয়া।’

মূলত বাবা ও পরিবার থেকেই এই নতুন পথ চলার অনুপ্রেরণা পেয়েছেন বলে জানান ভাবনা। তার বাবা হাবিবুল ইসলাম হাবিব একজন পরিচালক ও প্রযোজক। বাবার কাছ থেকেই প্রযোজনায় আসার উৎসাহ পেয়েছেন দুই বোন। ভাবনা বলেন, ‘প্রযোজনার সঙ্গে আমরা পারিবারিকভাবে যুক্ত। ছোটবেলা থেকেই দেখছি আমার বাবা সিনেমা পরিচালনা করছেন। তার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান আছে। নিজেদের প্রযোজনা প্রতিষ্ঠান থাকায় অনেক আগে থেকেই প্রযোজনার সঙ্গে যুক্ত আছি। তাই প্রযোজনা আমার কাছে নতুন কিছু নয়। তবে এবার নতুন নামে আমাদের দুই বোনের নতুন জার্নি শুরু হলো। আশা করি, দর্শকদের ভালো কাজ উপহার দিতে পারব।’

প্রযোজনা প্রতিষ্ঠানের ঘোষণা দিলেও এর ব্যানারে শুধু সিনেমা নির্মাণ হবে নাকি পাশাপাশি ছোট পর্দায়ও দেখা যাবে ক্রো ফিল্মসকে তা জানাননি ভাবনা। সময় হলে কাজের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে জানান তিনি। ভাবনার কাছ থেকে জানা গেল এখন তিনি ব্যস্ত রাইসুল ইসলাম অনিকের ‘চারুলতা’ সিনেমার শুটিংয়ে। ঢাকার নিউ মার্কেটের ফুটপাতের ব্যবসায়ীদের নিয়ে চারুলতা সিনেমার গল্প। এতে চুড়ি বিক্রেতার চরিত্রে দেখা যাবে ভাবনাকে। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে ভাবনার তিনটি সিনেমা।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর