মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:০৪ পূর্বাহ্ন

এবার শস্য দানায় বঙ্গবন্ধু ও শেখ হাসিনা

প্রতিদিনের মৌলভীবাজার ডেস্ক / ৫০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪

নাটোরের বড়াইগ্রামে কালোজিরা, সরিষা, মসুর ডাল, কাউন, ভুট্টা, মুগ ডাল ও আতপ চালের সমন্বয়ে আঁকা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদ সদস্যের প্রতিকৃতি।

আধুনিক প্রযুক্তি সম্পসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উপলক্ষে কৃষকের পুঁজি শস্যদানা দিয়ে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) এই প্রতিকৃতি আঁকা হয়।

উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের আয়োজনে এই চিত্রকর্ম তৈরি করে উপজেলা কৃষি বিভাগ। প্রধান অতিথি হিসেবে নাটোর-৪ আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী এ মেলার উদ্বোধন করেন।

ইউএনও আবু রাসেলের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে সাবেক ইউপি চেয়ারম্যান চাঁদ মাহমুদ, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন সরকার, কৃষি সম্পসারণ কর্মকর্তা মাহাদী হাসান ও মেজবাহুল করিম উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন সুলতানা বলেন, সুজলা, সুফলা শস্য শ্যামল এই বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধুর অবদান। তার লালিত স্বপ্নের বীজের ফসল এই বঙ্গভূমি। আর তাই বাঙালির প্রাণের কৃষি বীজ দিয়েই শ্রদ্ধা ভালোবাসায় গড়ে তোলা হয়েছে এই প্রতিকৃতি।

তিনি আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কৃষকদের আধুনিক প্রযুক্তি নির্ভতার মাধ্যমে তাদের উন্নয়নে কাজ করছেন। প্রযুক্তির মাধ্যমে শ্রমিক সংকট সমাধান করে কৃষকের আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করছেন।

সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, এই দেশের প্রধান শক্তি হচ্ছে কৃষক। এই কৃষকদের উন্নয়নে প্রযুক্তিতে সংযুক্ত করতে কাজ করছে সরকার।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর