শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৮:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :

চিনির দাম বাড়ছে না: শিল্প মন্ত্রণালয়

প্রতিদিনের মৌলভীবাজার ডেস্ক : / ৭২ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪

চিনির দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাতে জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে সিদ্ধান্ত বদলানো হয়েছে বলে জানিয়েছে শিল্প মন্ত্রণালয়।

এর আগে বৃহস্পতিবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে সরকারি মিলের চিনির সর্বোচ্চ খুচরা মূল্য কেজিপ্রতি ২০ টাকা বাড়িয়ে ১৬০ টাকা নির্ধারণের কথা জানায় চিনি ও খাদ্য শিল্প করপোরেশন। বিজ্ঞপ্তিতে করপোরেশনের ৫০ কেজির বস্তা চিনির মিলগেটে নতুন বিক্রয়মূল্য প্রতি কেজি ১৫০ টাকা ও ডিলার পর্যায়ে ১৫৭ টাকা হবে বলে জানানো হয়। এছাড়া প্যাকেটজাত এক কেজি চিনি মিলগেটে/করপোরেশনের সুপারশপে ১৫৫ টাকা এবং বিভিন্ন সুপারশপ, চিনিশিল্প ভবনের বেজমেন্ট ও বাজারে সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য ১৬০ টাকা নির্ধারণ করা হয়।

সংস্থাটির বিজ্ঞপ্তিতে তখন বলা হয়, চিনির আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে এ দাম ঠিক করা হয়েছে। বাজারে রোজা উপলক্ষে চিনির বাজার নিয়ন্ত্রণে সরকারের সহযোগিতাও চাওয়াও হয় সংস্থাটির পক্ষ থেকে


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর