ভারতের ত্রিপুরার ঊনকোটি জেলার কৈলাশহরের সীমান্ত এলাকায় বাংলাদেশ অংশে মনু নদের প্রতিরক্ষা বাঁধ সংস্কারের প্রতিবাদে ও ভারতীয় অংশে মনু নদের বাঁধ নির্মাণের দাবীতে কংগ্রেসের নেতাকর্মীদের লং মার্চ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। শনিবার(২৫ জানুয়ারি) সকাল ২০ টা থেকে বেলা ১ টা পর্যন্ত এ কর্মসূচি পালন করে ভারতীয় কংগ্রেসের ঊনকোটি জেলা কমিটি।
ত্রিপুরা রাজ্যের বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, কৈলাশহরের মনু নদের প্রতিরক্ষা বাঁধ খুব শীঘ্রই সংস্কার কিংবা পুননির্মাণের দাবীতে এবং দেবীপুর এলাকায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের পাশে বাংলাদেশ যে অবৈধভাবে বাঁধ নির্মাণ করছে তারই প্রতিবাদে ঊনকোটি জেলা কংগ্রেসের পক্ষ থেকে কৈলাসহর-কুমারঘাট রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছে।
কৈলাসহরের বিমানবন্দর সংলগ্ন কৈলাশহর-কুমারঘাট রাস্তা অবরোধ করে শত শত দলীয় কর্মী সমর্থকরা এই রাস্তা অবরোধে সামিল হয়। রাস্তা অবরোধের নেতৃত্বে ছিলেন ত্রিপুরা রাজ্যের কংগ্রেসের বিধায়ক বিরজিত সিনহা, ঊনকোটি জেলা কংগ্রেসের সভাপতি মোঃ বদরুজ্জামান, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক রুদ্রেন্দু ভট্টাচার্য, যুব কংগ্রেসের ঊনকোটি জেলা কমিটির সভাপতি দেবাংশু দাস কংগ্রেস নেতা চন্দ্রশেখর সিনহা, নরসিংহ দাস, যুব নেতা দ্বীপ সিনহা সহ আরও অন্যান্য নেতৃত্বরা।
শনিবার সকাল দশটা থেকে এই রাস্তা অবরোধ শুরু হয়। এই অবরোধের ফলে রাস্তার দুইপাশে শত শত গাড়ি আটকে পড়লে এবং নিত্য যাত্রী সহ পথচারীরা নাজেহাল। রাস্তা অবরোধস্থলে কৈলাশহরের মহকুমা পুলিশ অফিসার জয়ন্ত কর্মকার এবং কৈলাশহর ওসি সুকান্ত সেন চৌধুরীর নেতৃত্বে বিশাল পুলিশ, টি.এস.আর ও কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মজুত ছিলেন।
অবরোধস্থলে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস বিধায়ক বিরজিত সিনহা বলেন, কৈলাশহর মহকুমায় মনু নদের প্রতিরক্ষা বাঁধের অবস্থা খুবই ভয়াবহ। খুব শীঘ্রই এই বাঁধ সংস্কার কিংবা পুননির্মাণ করা না হলে আসন্ন বর্ষাকালে গোটা কৈলাসহর জলের নীচে তলিয়ে যাবে। তাছাড়া দেবীপুর এলাকায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের পাশে বাংলাদেশ সরকার যেভানে অবৈধ বাঁধ নির্মাণ করছে তারও তীব্র সমালোচনা করেন।
বিধায়ক আরও বলেন, আজ রাতেই উনি রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সাহাকে ফোন করে বলবেন যে, খুব শীঘ্রই কৈলাসহরে এসে মনু নদীর পাড়ের বাঁধ পরিদর্শন করার জন্য এবং বাংলাদেশ সরকারের অবৈধ বাঁধ দেখে যাবার জন্য।
উল্লেখ্য, কিছু দিন পূর্বে কৈলাসহরের মাগুরুলী গ্রামে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে যেভাবে বাংলাদেশের নাগরিকরা বি.এস.এফ জওয়ানদের আক্রমণ করেছে এবং বি.এস.এফ জওয়ানদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেবার চেস্টা করেছিলো তারও তীব্র নিন্দা জানান বিধায়ক বিরজিত সিনহা
শনিবার সরেজমিন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত এলাকা ঘুরে দেখা যায়, বাংলাদেশ অংশে কোন প্রতিরক্ষা বাঁধ নির্মাণ হচ্ছে না। গত বছরের বন্যা যে এলাকার বাঁধ ভেঙেছিল সে এলাকায় পাথরের ব্লক স্থাপন কাজও বন্ধ রয়েছে। তাছাড়া শরীফপুর – কুলাউড়া সংযোগ সড়কের কাজও বিএসএফের আপত্তির কারণে বন্ধ রয়েছে।
অন্যদিকে সীমান্ত এলাকার বাংলাদেশ অংশে মনু নদে উঁচু প্রতিরক্ষা বাঁধ নির্মাণ অভিযোগে গত ১৮ জানুয়ারি বিকালে সরেজমিন তদন্ত করে ভারতীয় সীমান্ত রক্ষী বিএসএফে পানি সাগরের ডিআইজি রাজিব বাটসরাজ টিলা বাজার বিএসএফ ক্যাম্পে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ অংশে মনু নদে উঁচু বাঁধ নির্মাণ সঠিক নয় বলে জানান।
পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো. খালিদ বিন অলীদ বলেন ভারতীয়দের অভিযোগ ভিত্তিহীন। মনু নদের বাংলাদেশ অংশে বাঁধে পাথরের ব্লক স্থাপন ও কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের মকাবিল এলাকার ভাঙা বাঁধ মেরামত করা যাচ্ছে বিএসএফের আপত্তির কারণে।