শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৬:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :

ধানের চারা নিয়ে বিবাদে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

অনলাইন ডেস্ক / ৩৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৯ মে, ২০২৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ধানের চারা খাওয়াকে কেন্দ্র করে মাসুক মিয়াকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি সোহেল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার মৌলভীবাজার জেলা পুলিশের মিডিয়া বিভাগ এ তথ্য নিশ্চিত করে।

গত বুধবার (৭ মে) সকালে শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর (ইসলামপাড়া) গ্রামে মাসুক মিয়ার জমিতে তার ছাগল ধানের চারা খেয়ে ফেলায় সোহেল মিয়া ও তার সঙ্গীরা তাকে মারধর করে গুরুতর আহত করে। স্থানীয়রা মাসুক মিয়াকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাকে মৌলভীবাজার সদর হাসপাতাল ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টায় তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী সোহেল মিয়াকে প্রধান আসামি করে হত্যার মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে প্রথমে মকসুদ মিয়া (৩০), কাশেম মিয়া (২২) ও রুবেল মিয়াকে (২০) গ্রেফতার করে। পরে বৃহস্পতিবার (৮ মে) রাতে প্রধান আসামি সোহেল মিয়াকে গ্রেফতার করা হয়। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, ঘটনায় জড়িত চার আসামিকেই গ্রেফতার করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর