মৌলভীবাজারের কমলগঞ্জে একতা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে দরিদ্র ও হতদরিদ্রদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে শতাধিক অসহায় পরিবারের মাঝে ইফতার বিতরণ করা হয়।
একতা সমাজ কল্যাণ পরিষদের সভাপতি হিফজুর রহমান ফাহাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মোহিন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একতা সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা এ এম জুয়েল।
এছাড়াও একতা সমাজ কল্যাণ পরিষদের সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অতিথিরা জানান, প্রতি বছরের ন্যায়া এ বছরও একতা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার বিতরণ করা হয়েছে। তা সবসময় অব্যাহত থাকবে। এ সামাজিক সংগঠন শুধু ইফতার নয় সব ধরনের সহযোগিতা করে আসছে। আগামীতেও থাকবে।