মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল সিলেট থেকে উদ্ধার হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার চারিগ্রাম (আটগ্রাম) থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে শ্রীমঙ্গল থানা পুলিশ।
এর আগে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে শ্রীমঙ্গল উপজেলার ৫ নম্বর কালাপুর ইউনিয়নের ভৈরবগঞ্জ বাজার থেকে মোটরসাইকেলটি চুরি হয়।
গ্রেপ্তাররা হলো- জকিগঞ্জ উপজেলার চারিগ্রাম (আটগ্রাম) এলাকার শামসুল হকের ছেলে মোটরসাইকেল ক্রেতা মো. কামিল আহমদ, শ্রীমঙ্গল উপজেলার ৫ নম্বর কালাপুর ইউনিয়নের কালাপুর (গাজীপুর) গ্রামের ওয়াজেদ মিয়ার ছেলে ছালাম মিয়া এবং মৃত আব্দুল মোতালেব মিয়ার ছেলে মো. সুমন আহমদ।
শ্রীমঙ্গল থানা সূত্রে জানা যায়, ভৈরবগঞ্জ বাজার এলাকার বাসিন্দা সুশীল কান্তি বিশ্বাসের ছেলে শৈলেন্দ্র কান্তি বিশ্বাসের ব্যবহৃত সুজুকি ব্র্যান্ডের নীল রংয়ের মোটরসাইকেটি তালা ভেঙ্গে চুরি করে নিয়ে যায় চোরচক্র। এ ঘটনায় শৈলেন্দ্র কান্তি বিশ্বাস শ্রীমঙ্গল থানায় অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘আমরা চুরি হওয়ার একদিন পরই মোটরসাইকেলটি উদ্ধারসহ চোরচক্রের দুই সদস্য ও মোটরসাইকেলের ক্রেতাকে গ্রেপ্তার করেছি। এ চুরির ঘটনায় আর কেউ জড়িত আছে কি না- তা তদন্ত করা হচ্ছে।’