মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন

রাস্তার ধারে টাকাভর্তি ব্যাগ

অনলাইন ডেস্ক / ৫০ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

রাজশাহী নগরীর ভদ্রা এলাকায় পরিত্যক্ত অবস্থায় ১৭ লাখ ৯২ হাজার টাকা উদ্ধার করেছেন শিক্ষার্থীরা। পরে উদ্ধারকৃত টাকা জিডি করার মধ্যদিয়ে পুলিশ ও জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেছেন তারা।

রোববার ভোরে নগরীর ভদ্রা এলাকায় রাত্রিকালীন নিরাপত্তায় স্বেচ্ছায় টহলরত শিক্ষার্থীদের একটি দল এই টাকা উদ্ধার করে।

শিক্ষার্থীরা জানান, রাতের টহল শেষে স্থানীয় মাউ-ছাত্রাবাসের গলিধরে বাসায় ফিরছিলেন তারা। এ সময় রাস্তার ধারে পরিত্যক্ত অবস্থায় বাজারের একটি ব্যাগ দেখতে পান তারা। সন্দেহ হলে যাচাই করতে গিয়ে ওই ব্যাগভর্তি টাকার বান্ডেল এবং দুই ইঞ্চি আকারের একটি সোনালী রঙের কাপ পান তারা। পরে শিক্ষার্থীদের টহল দলটি ব্যাগভর্তি টাকা নিয়ে পাশের বোয়ালিয়া থানায় আসেন। সেখানে পুলিশ, সেনা সদস্য ও ম্যাজেস্ট্রেটের উপস্থিতিতে উদ্ধারকৃত টাকা গণনা করা হয়। ওই ব্যাগে মোট ১৭ লাখ ৯২ হাজার টাকা ও দুই ইঞ্চি আকারের একটি সোনালী কাপ পাওয়া যায়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস. এম মাসুদ পারভেজ জানান, উদ্ধারকৃত টাকা ও সোনালী রঙের কাপটি পরীক্ষা-নিরীক্ষা করে আদালতের নির্দেশে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হবে। একইসঙ্গে এই টাকার উৎস নিয়ে তদন্ত করা হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর