মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:৫৫ অপরাহ্ন

ইউটিউবে ভিডিও প্রকাশ ; ‘মসজিদ’ উপহার পেলে কালারায়বিল গ্রামের মুসলিম মণিপুরী

সালাহউদ্দিন শুভ, প্রতিদিনের মৌলভীবাজার ডেস্ক / ২৩০ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৫ জুলাই, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জের একজন ইউটিউবারের উদ্যোগে দুইটি গ্রামের ৫ শত পরিবারের জন্য একটি মসজিদের বহুতল ভবনের পূর্ণঃনির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। রবিবার (১৪ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কালারায়বিল জামে মসজিদে স্থানীয় মুসল্লিগণ, শিক্ষক, ইমাম ও মোয়াজ্জিমদের উপস্থিতিতে এই ভিত্তির স্থাপন করেন।

এর আগে এ বছরের গত ১৮ এপ্রিল উপজেলার কালারায়বিল গ্রামের ‘কালারায়বিল জামে মসজিদ’ ৫শত পরিবারের দুর্ভোগের কথা সম্প্রতি ভিডিওতে প্রকাশ করে ইউটিউবভিত্তিক চ্যানেল ইনফো হান্টার (Info Hunter)। তাদের ফেসবুক পেজেও ভিডিওটি প্রচার করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও প্রচারের পর ওই ভিডিও দেখে দুর্ভোগ লাঘবে এগিয়ে আসেন আমেরিকা থেকে হাসান চৌধুরী। হাসান চৌধুরীসহ তার ভাই বোন আত্বীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সহায়তায় কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের কালারাইবিল গ্রামে মসজিদ সহ ইসলামিক সেন্টার নির্মান কাজের শুভ উদ্ভোধন করা হয়।

রবিবার দুপুরে আনুষ্টানিক ভাবে কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনফো হান্টারের প্রতিষ্ঠাতা সাকিবুর রহমান, ইমাম ও শিক্ষক হাফিজ মুফতী মো. করিম উদ্দিন, কালারায়বিল জামে মসজিদের ইমাম মো. ইয়াকুব হোসেন, নির্মাণ কমিটির সদস্য মো. সালেহ আহমদ, স্থানীয় বাসিন্দা ও মসজিদ নির্মান কমিটির সভাপতি বসির আহমদ , সমাজ সেবক সালেহ আহমেদ ,ইন্জিনিয়ার মিজানুর রহমান ও সাংবাদিক সালাহ্উদ্দিন শুভ প্রমুখ।

স্থানীয়রা জানান, স্বাধীনতার আগ থেকে এই এলাকায় একটি মসজিদ ছিল। তার আশেপাশে কোনো মসজিদ ছিল না। এখন হয়তো অনেক মসজিদ হয়েছে। তবে আমাদের কালারায়বিল গ্রামে এই মসজিদটি খুব পুরাতন। এলাকাবাসীদের সহযোগীতায় মাঝে মধ্যে সংস্কার হয়ে থাকে। কিন্তু মসজিদটি খুব ঝুকিপূর্ন হওয়াতে অনেকে নামাজ পড়তে আসতে চায়না। এই গ্রামের মুসলিম মনিপুরী ৫শত পরিবারের নামাজের দুর্ভোগের কথা সম্প্রতি ভিডিওতে প্রকাশ করে ইউটিউবভিত্তিক চ্যানেল ইনফো হান্টার (Info Hunter)। তাদের ফেসবুক পেজেও ভিডিওটি প্রচার করা হয়। সেটা দেখে দেশের বিভিন্ন স্থান থেকে আমাদের গ্রামে মসজিদ নির্মানের জন্য অনেকেই শুনেছি হাত বাড়িয়েছেন। তাদের মধ্যে আমেরিকা থেকে হাসান চৌধুরী নামে এক ভাই উনার আত্বীয় স্বজন মিলে আমাদের এলাকায় ৬৫ লক্ষ টাকা খরচ করে একটা মসজিদ, ইসলামীক সেন্টার নির্মানের প্রস্তুত নিয়েছেন। গত রবিবার দুপুরে এই নির্মান কাজের উদ্ভোধন করা হয়েছে।

স্থানীয় ইমাম ও শিক্ষক হাফিজ মুফতী মো. করিম উদ্দিন বলেন, ‘এলাকায় এত সুন্দর একটা মসজিদ নির্মান হচ্ছে সেটা খুবই প্রশংসনীয় ব্যপার। আমেরিকা থেকে হাসান চৌধুরী এই মসজিদ তৈরী করার জন্য উদ্যোগ নিয়েছেন আল্লাহ যেন উনাকে দীর্ঘ আয়ু দান করে। আমরা এলাকাবাসী মসজিদটি নির্মানের পর নামাজ আদায় করে উনার জন্য দোয়া করবো সবসময় সুস্থ ও ভালো যেন থাকেন।’

মসজিদ নির্মাণ কমিটির সদস্য মো. সালেহ আহমদ বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে মসজিদের নির্মান কাজের সমাপ্তি হবে। এলাকার প্রায় ৫ থেকে ৬ শতাধিক মানুষ নামাজ আদায় করতে পারবেন। মসজিদের সাথে ইসলামীক সেন্টার নির্মান হবে, যেখানে বিয়ে সহ ইসলামীক সবকিছুর ব্যবস্থা গ্রহন করা হয়েছে।’

স্থানীয় বাসিন্দা ও মসজিদ নির্মান কমিটির সভাপতি বসির আহমদ বলেন, ‘উপজেলার সীমান্তবর্তী এলাকায় আমাদের বসবাস। দেশ স্বাধীনের আগে এখানে একটি পুরাতন মসজিদ ছিল। এই মসজিদের এই এলাকার মুসল্লিরা নামাজ আদায় করতে। মসজিদটা খুবই ঝুকিপূর্ণ ছিল। আল্লাহ তায়ার দয়ায় ও আমেরিকা থেকে হাসান চৌধুরী নামে এক ভাই আমাদের মুসলিম মণিপুরীদের জন্য এই কালারায়বিল গ্রামে বিশাল একটা মসজিদ উপহার দিয়েছেন। আল্লাহ যেন উনার দেওয়া উপহারটি কবুল করেন।’

এ বিষয়ে ইনফো হান্টারের প্রতিষ্ঠাতা সাকিবুর রহমান বলেন, ‘আমি যখন আমার ইউটিউব ও ফেসবুক পেজে মানুষের দূর্ভোগের বিষয় ভিডিও আপলোড করি, তখন লাখ লাখ মানুষ দেখে। আমি তাদের কষ্টের কথাগুলো তুলে ধরি সেসব ভিডিও এর মাধ্যমে। আমার ভিডিও গুলো যখন মানুষের নজরে আসে তখন তারা আমাকে বিভিন্ন ভাবে সহযোগীতার হাত বারিয়ে দেন।

তিনি বলেন, আমি এই উপজেলার মানুষের জন্য স্কুল, সুপেয় পানির ব্যবস্থা ও পুঞ্জিতে জেনারেটারের মাধ্যমে বিদ্যুতের ব্যবস্থা করে সুপেয় পানি দিতে পেরেছি। আজ আমেরিকা থেকে হাসান চৌধুরী নামে এক ভাইয়ের মাধ্যমে ৫-৬শত মুসলিম মনিপুরী পরিবারকে ৬৫ লক্ষ টাকা খরচ করে একটা মসজিদ, ইসলামীক সেন্টার দিতে পেরে নিজেকে খুব গর্ববোধ মনে হচ্ছে ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর