মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার খিন্নি ছড়ার গার্ড ওয়ালটিতে নিন্ম মানের কাজের কারনে নিমার্ণের বছর না পেরোতেই বৃষ্টির পানির তোড়ে ভেঙ্গে পড়েছে। ফলে যে কোন খুশালপুর-শ্রীনাথপুর সড়কটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার আংশকা দেখা দিয়েছে।
জানাযায়, উপজেলার কমলগঞ্জ পৌরনসভার ৫নং ওয়ার্ডের অর্ন্তরঃগত খুশালপুর-শ্রীনাথপুর সড়কের মধ্যবর্তী স্থানে খিন্নি ছড়ার উপর নির্মিত ব্রীজটি প্রোগ্রাম ফর সাপোটিং রুবাল ব্রিজেস প্রকল্পের আওতায় বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে চেইনেজ লোকেশন ব্রীজ/কালভার্ট ১৫.৫০ মি: ব্রীজ/কালর্ভাট বৃহৎ মেরামত (রং,সংস্কার ও গাইড ওয়াল নির্মাণ) ১১ লাখ ৭৫ হাজার ৭১৪ টাকা ৬৯ পয়সা ব্যয়ে এলজিডি’র বাস্তবায়ন ও তত্ত্বাবধানে ১৫ নভেস্বর ২০২২ সালে ঠিকাদারী প্রতিষ্টান কাজটি সম্পন্ন করে।
অভিযোগ উঠেছে, ঠিকাদারী প্রতিষ্টানটি গাইড ওয়াল নির্মানে নিন্ম মানের ইট, সিমেন্ট ও রড় কমল ব্যবহার করায় সম্প্রতি ভারী বর্ষনে উজান থেকে নেমে আসা পানির তোড়ে কাজ করার বছর না পেরোতেই গত ৯ জুন সকালে প্রায় ২০ ফুট গাইড ওয়াল ধবসে পড়ে। গাইড ওয়ালি ধবসে পড়ার কারনে খুশালপুর- শ্রীনাথপুর সড়কে খিন্নি ছড়ার উপর নির্মিত ব্রীজটি ঝুঁকিপূর্ন হয়ে পড়েছে।
যে কোন সময় ব্রীজের পাশে মাটি ধবসে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পরতে পারে। সড়কটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লে সড়কটি ব্যবহারকারী ৮/৯ গ্রামের স্কুল.কলেজগামী শিক্ষার্থী,চাকুরীজীবী ও সাধারণ নাগরিকদের দূর্ভোগ পোহাতে হবে।
এলাকাবাসী বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সহ দ্রুত সড়কটি সংস্কার করার দাবী জানিয়েছেন।