মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:১৪ অপরাহ্ন

কমলগঞ্জে আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত

সালাহউদ্দিন শুভ / ৮৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ জুন) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে মিলাদ মাহফিল আয়োজন করা হয়।

আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ মো.হেলাল উদ্দিনের সভাপতিত্বে মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও কলেজ গভার্ণিংবডির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল।

এসময় কলেজের প্রভাষক মো. নাহিদুল হক, উপজেলা স্কাউট সম্পাদক মোশাহীদ আলী, মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা জয়নাল আবেদীন, মিলাদ কমিটির সভাপতি প্রভাষক রাবেয়া খাতুন, জিবি সদস্য আরজান মিয়া, প্রভাষক সুভাষ সিংহ, প্রভাষক গৌতম কর, মিসেস সেলিম চৌধুরী প্রমূখ।

অনুষ্ঠানে কেরাত, হামদ-নাত, গজল ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। মাওলানা মোঃ এনাম উদ্দিনের পরিচালনায় সবশেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর