স্বপ্নের ঢেউ সমাজকল্যাণ সংস্থার আয়োজনে হিফজুল কোরআন প্রতিযোগিতা (এস.ডি কোরআনের আলো সিজন ৮) এর ফাইনাল পর্ব, পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সমাজের কল্যাণে নিয়োজিত সেচ্ছাসেবী সংগঠন এর অনুষ্ঠান ২৯ মার্চ শুক্রবার মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক এমজাদ হোসেন ও নির্বাহী সদস্য সফিকুল ইসলাম এর যৌথ উপস্থাপনায় এবং আব্দুস সামাদ আজাদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ও সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব ফজলুর রহমান, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ শামছুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি শামসুজ্জাহা, মৌলভীবাজার সদর উপজেলার ভাইস চেয়ারম্যান হাফেজ আলাউর রাহমান টিপু, মাও মোঃ মগনী, রাধানগর মাদ্রাসা, সংগঠনের উপদেষ্টা আহমদ আলী জুবু, মো: সালেহ আহমদ, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক এমদাদুর রহমান রেনু, আব্দুস সুবহান।
এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি, মো: বুরহান উদ্দিন রুপক, সাবেক সভাপতি আহমেদ রনি, সহ সভাপতি মোঃ শাহরিয়ার সাব্বির, সহ সভাপতি কাজল আহমেদ, সহ সভাপতি জুনেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক আনোয়ার মিয়া, জেলা শাখার সভাপতি হাফেজ ক্বারী মিনহাজ আহমেদ,জেলা শাখার সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, কুলাউড়া উপজেলা শাখার সভাপতি সাইদ আহমেদ, জেলা শাখার সহ সভাপতি তারেক আহমেদ, সাব্বির খান,জসিম মিয়া, নাহিদ মিয়া প্রমূখ।
অনুষ্টানে যুক্তরাজ্য প্রবাসী এস.কে সালাম এর সৌজন্যে ১ম পুরস্কার হিসেবে নগদ ২০,০০০ বিশ হাজার টাকা ও স্বর্ণপদক প্রদান করা হয়, ২য় পুরস্কার নগদ ১৫হাজার, ৩য় পুরস্কার নগদ ১০ হাজার সহ ৯জন হাফেজ কে নগদ অর্থ সহ সম্মাননা প্রধান করা হয়।
উল্লেখ্য যে, স্বপ্নের ঢেউ সমাজকল্যাণ সংস্থা দীর্ঘ ১৩বছর যাবত প্রতিনিয়ত স্বেচ্ছায় রক্তদান সহ বিভিন্ন সামাজিক ও ইসলামিক কর্মকান্ড করে যাচ্ছে, অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ এ সংগঠনের মঙ্গল কামনা করেন ও আগামী দিনেও এরকম অনুষ্ঠান কামনা করেন। পুরস্কার বিতরণ শেষে ইফতারের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়।