বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :

কমলগঞ্জে কৃষকের গবাদিপশুসহ বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক / ৯৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জে অগ্নিকাণ্ডে আসবাবপত্র, সোনা, ৩টি গবাদিপশুসহ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলার পতনঊষার ইউনিয়নের মনসুরপুর গ্রামের তাহির মিয়ার ছেলে কৃষক আল আমিন মিয়ার বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে কমলগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল এসে স্থানীয়দের সহোযোগিতায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত আল আমিনের অভিযোগ, ‘গতকাল রাত ৯টার দিকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমার ঘরে আগুন লাগানো হয়েছে।’

তিনি বলেন, ‘আমার সবকিছু পুড়ে শেষ হয়ে গেছে। পরনের কাপড় ছাড়া আর কিছুই নেই। আমার বসতঘর, আসবাবপত্র, ১টি গরু, ২টি ছাগল, হাঁস-মুরগি ও সোনার গহনা পুড়ে শেষ হয়ে গেছে। খোলা ছাদের নিচে তিন সন্তান ও স্ত্রী নিয়ে বসে আছি।

তিনি আরও বলেন, ‘রাত ৯টার দিকে আমার স্ত্রী সন্তানদের ভাত খাওয়াচ্ছিল, হঠাৎ ঘরের এক পাশ থেকে আগুন দ্রুত সারা ঘরে ছড়িয়ে পড়ে। যে যায়গা থেকে আগুন লেগেছে সেখানে কোনো বৈদ্যুতিক সংযোগ নেই। আমরা ঘর থেকে বের হলেও ঘরের সকল আসবাবপত্র, গোয়াল ঘরে থাকা গরু,হাঁস-মুরগিগুলো পুড়ে ছাই হয়ে গেছে। পরে খবর পেয়ে আশপাশের লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছি। আমার ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

আল আমিনের স্ত্রী সাফিয়া বেগম বিলাপ করে বলেন, ‘আমরা কই যাবো এখন, আমার জামাই দিনমজুরি করে পরিবারের খরচ চালায়, আমার ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, আমার ধান, চাল, খাট, ফ্রিজ, সোনা, গরু, ছাগলসহ সবকিছু পুড়ে গেছে আমরা এখন কই যাব!’

পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান বলেন, ‘আগুন লাগার খবর শুনে সাথে সাথেই ঘটনাস্থলে গিয়ে ফায়ারসার্ভিস ও স্থানীয়দের নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে কৃষক আল আমিনের বসতঘর, আসবাবপত্র ও গবাদিপশু পুড়ে গেছে। আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাকে ৫ হাজার টাকা দিয়েছি। আরও ৫ হাজার টাকা দিবো।’

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, ‘আগুন লাগার খবর শুনেছি। ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তা প্রদান করা হবে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর