মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৩ পূর্বাহ্ন

নাটোরে বিয়ে করতে গিয়ে পুলিশ হেফাজতে সিলেটের মাদ্রাসাছাত্রী

প্রতিদিনের মৌলভীবাজার / ৪৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হওয়ার পর বান্ধবীকে ‘বিয়ে’ করার উদ্দেশ্যে সিলেট থেকে পালিয়ে নাটোরে গেছেন দশম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রী। তাদেরকে হেফাজতে নেওয়ার পর এ কথা জানিয়েছে নাটোরের পুলিশ।

জানা গেছে, সিলেটের কোতোয়ালি থানার সোবাহানী ঘাট এলাকার দশম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় নাটোর সদর উপজেলার নবম শ্রেণির শিক্ষার্থীর। আলাপের মাধ্যমে দুজনের মধ্যে বাড়তে থাকে ঘনিষ্ঠটা। এরপর একে অপরের প্রেমে পড়ে তারা। প্রেমের টানে বান্ধবীকে বিয়ে করতে সিলেট কোতোয়ালি থেকে দশম শ্রেণির ঐ শিক্ষার্থী নাটোরে ছুটে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই শিক্ষার্থীকে আটক করে থানায় নিয়ে আসে।

সিলেটের মাদ্রাসাছাত্রী জানান, ৭ মাস আগে ফেসবুকে তাদের পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা সমকামী বিয়ের সিদ্ধান্ত নেয়।অপর ছাত্রী জানায়, বিয়ে করে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছে তারা।

নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান জানান, সিলেটের কোতোয়ালি থানা এলাকা থেকে এক তরুণী নাটোর একডালা এলাকার এক স্কুলছাত্রীর কাছে আসে। এসে দুজন বিয়ে করতে চাইলে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা সন্ধ্যায় বিষয়টি থানা পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে সিলেটের ওই তরুণীকে পুলিশি হেফাজতে থানায় নিয়ে আসা হয়। অপর তরুণীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরো জানান, সিলেটের ওই তরুণীর পরিবারকে খবর দেওয়া হয়েছে। অপ্রাপ্ত বয়স হওয়ায় তাদের অভিভাবকদের জিম্মায় দেয়া হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর