বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :

একই ঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিদিনের মৌলভীবাজার ডেস্ক: / ৬৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার একই ঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ঘরে স্বামীর ও বারান্দায় স্ত্রীর ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে লতাচাপলি ইউনিয়নের আসালত খাঁ পাড়ার বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। মৃত আরিফ হোসেন (২৬) একই গ্রামের আলী হোসেনের ছেলে। তার স্ত্রীর নাম রিয়া মনি (২০)।

স্থানীয়রা জানান, আরিফ পেশায় একজন ফটোগ্রাফার। তিনি কুয়াকাটায় পর্যটকদের ছবি তুলে রোজগার করতেন। রাতে এই দম্পতির মধ্যে ঝগড়া শুনতে পেয়েছিলেন প্রতিবেশিরা।

এরপর রাত ১২টার দিকে এ দম্পতির শিশুকন্যার কান্না শুনে বাড়িতে যান স্বজনরা। পরে আরিফ ও রিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরে পুলিশকে খবর দিলে তারা গিয়ে মরদেহ উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তারা আত্মহত্যা করেছেন। স্বামী ও স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর