সংস্কৃতিক মন্ত্রণালয়ের উদ্যোগে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মনিপুরী ললিতকলা একাডেমির আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নের আওতায় ৭ দিন ব্যাপী বাৎসরিক সাধারণ নৃত্য প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। প্রশিক্ষণে ২৫জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।
শুক্রবার (২০ডিসেম্বর) দুপুর ২টার দিকে মাধবপুর শিববাজারস্থ একাডেমির অডিটোরিয়ামে ৭ দিন ব্যাপী বাৎসরিক সাধারণ নৃত্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
একাডেমির নাট্য প্রশিক্ষক শুভাশিস সিনহার সঞ্চালনায় ও উপ-পরিচালক প্রভাস চন্দ্র সিংহ সভাপতিত্বে অনুষ্টানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ মণিপুরী সমাজ কল্যাণ সমিতির সভাপতি প্রতাপ চন্দ্র সিংহ, কমলগঞ্জ প্রেসক্লাব এর আহব্বায়ক এম এ ওয়াহিদ রুলু, সমাজ সেবক উপেন্দ্র সিংহ, মৌলভীবাজার শিল্পকলা একাডেমির নৃত্য প্রশিক্ষক দীপ দত্ত আকাশ, সাংবাদিক সালাহউদ্দিন শুভ ও জাহেদ আহমেদ প্রমুখ।