সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:২৯ অপরাহ্ন

নাম থেকে ‘বচ্চন’ বাদ দিলেন ঐশ্বরিয়া

অনলাইন ডেস্ক / ২৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

বলিউডের আলোচিত তারকা দম্পতি অভিষেক-ঐশ্বরিয়ার দাম্পত্য কলহ নিয়ে সরগরম চারপাশ। নিত্যদিনই কোনো না কোনো ঘটনা সামনে আসছে। এত গুঞ্জন রটলেও অভিষেক বা ঐশ্বর্য একবারও মুখ খোলেননি। তবে এবার সেই গুঞ্জনে পারদ দিল একটা ভিডিও। যা দেখে নিন্দুকরা নিশ্চিত করে বলছে এবার সত্যি সত্যি বিচ্ছেদ হচ্ছে অভিষেক-ঐশ্বর্যর। সম্প্রতি সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই গ্লোবাল উইমেনস ফোরামের এক অনুষ্ঠানে যোগ দিতে দুবাইতে গিয়েছিলেন। সেখান থেকে বুধবার রাতের দিকেই ফেরেন তিনি। বুধবারের সেই অনুষ্ঠানের একাধিক ঝলক ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। দুবাই উইমেন এস্টাবলিশমেন্টের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে অভিনেত্রীর দর্শকদের উদ্দেশে দেওয়া বক্তব্যের একটি ভিডিও শেয়ার করা হয়।

এই অনুষ্ঠানের সময় অভিনেত্রীর পেছনের পর্দায় ফুটে ওঠে শুধু ‘ঐশ্বরিয়া রাই’ নামটা। এমনিতে অফিসিয়ালি তিনি বিয়ের পর থেকেই বচ্চন উপাধি ব্যবহার করে থাকেন। তবে হঠাৎ সেটি না দেখে ফের উঠেছে অভিষেকের সঙ্গে ডিভোর্সের প্রসঙ্গ। এক ভক্ত মন্তব্য করেন, ‘গর্জিয়াস। যারা কিছুদিন আগে ঐশ্বরিয়াকে তার লুক নিয়ে ট্রল করেছিল, তারা আজ কোনায় বসে কাঁদছে।’ অন্যজন লেখেন, ‘সুন্দরী, স্মার্ট, ঐশ্বরিয়ার তুলনা তিনি নিজেই।’ তৃতীয়জন লেখেন, ‘কেউ কি দেখেছে, নামের থেকে বচ্চন মিসিং।’ চতুর্থজন লিখেছেন, ‘আমি এখনো ভাবতে পারি না, ওর মতো মেয়ের বিয়েতেও সমস্যা হতে পারে!’

চলতি বছরের শুরুতেই সামনে এসেছিল, ঐশ্বরিয়া আর অভিষেক থাকছেন না আর এক ছাদের তলায়। জলসা বাংলো ছেড়ে মেয়েকে নিয়ে নিজের মায়ের কাছে চলে গিয়েছেন তিনি। এরপরই অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে বচ্চন পরিবারের সঙ্গে না গিয়ে আলাদা যান ঐশ্বর্য-আরাধ্য। তারপর থেকে একের পর এক শিরোনাম এই বলি দম্পতির ডিভোর্সকে ঘিরে।

এমনকি, নভেম্বর মাসে বউকে জন্মদিনে শুভেচ্ছাও জানাননি অভিষেক বচ্চন। যদিও নিজের সিনেমা ‘আই ওয়ান্ট টু টক’-এর প্রচারের সময় তাকে বলতে শোনা যায়, ঐশ্বরিয়ার কাছে কৃতজ্ঞ যে তিনি আরাধ্যকে যত্ন নিয়ে বড় করেছেন। এমন একটা পরিবেশ তৈরি করেছেন, যাতে তিনি নিশ্চিন্তে সিনেমার শুট করতে পারেন। অন্যদিকে ছেলে ও পুত্রবধূর বিচ্ছেদ নিয়ে কিছুদিন আগে মুখ খুলেছিলেন অমিতাভ বচ্চন। এক ব্লকে বিগ-বি লিখেছিলেন, ‘গুজব শুধুমাত্র গুজব, যা যাচাই করা হয় না। আমি আমার পরিবারের সম্পর্কে খুব একটা কথা বলি না।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর