মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৩৭ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী বিজ্ঞান মেলা

নিজস্ব প্রতিবেদক / ৩৭৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

“বিজ্ঞান শিক্ষার অগ্রাধিকার, সমৃদ্ধ করবে জ্ঞানের ভান্ডার” এ প্রতিপাদ্যের মধ্যদিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার ( ২৬ সেপ্টেম্বর ) সকাল ১০ ঘটিকায় শহরের দেববাড়ি এলাকার সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের ক্যাম্পাসে এ মেলার আয়োজন করা হয়।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার, রিক্তা গমেজ আরএনডিএম, এর সভাপতিত্বে প্রধান অতিথি মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন, বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. ফজলুর রহমান উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস, উপজলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ফাদার যোসেফ গমেজ ওএমআই, সদস্য জনক দেববর্মা প্রমুখ। পরে শিক্ষার্থীদের প্রদর্শনীগুলো ঘুরে দেখেন অতিথিরা।

বিজ্ঞান মেলা ঘুরে দেখা যায়, বিভিন্ন ধরনের ৬৮টি দলীয় প্রজেক্ট নিয়ে শিক্ষার্থীরা দিচ্ছে মেধার পরিচয়। মেলায় শিক্ষার্থীরা ‘পরিবেশ বান্ধব প্রকল্প, উদ্ভিদের বিভিন্ন অংশ, সৌর জগৎ, জেনারেটর, সিকিউরিটি এ্যালার্ট, ট্রাফিক ব্যাবস্থাপনা ও যানজট মুক্ত শহর, মানবদেহ, আইসিটি ও পরিস্কার পরিচ্ছন্নতা ইত্যাদি প্রদর্শনী তুলে ধরেছে শিক্ষার্থীরা।

এরপর ছিল বিজ্ঞান মেলার সংক্ষিপ্ত আলোচনা সভা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে দলীয় সাংস্কৃতিক নৃত্যের আয়োজন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর