মৌলভীবাজারের কমলগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক সভা কক্ষে ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাদিক আল শাফিন ,কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম,কমলগঞ্জ প্রেসক্লাবের আহব্বায়ক এম এ ওয়াহীদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, উপজেলা কৃষি অফিসার জয়ন্ত কুমার রায়,স্বাস্থ্য কর্মকর্তা মাহবুবুল আলম ভূইয়া, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা সামছুন্নাহার পারভিন, প্রথামিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা সুজন আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. হোসনে আরা তালুকদার ইসলামীক ফাউন্ডেশনের দায়িত্বরত কর্মকর্তা ইকবাল হোসেন,রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলাম সহ উপজেলার প্রশাসনের বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (স.) এর কর্মময় জীবন যদি আমরা অবলোকন করি, তাহলে আমাদের জীবন সুখময় হবে। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।