রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৩:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
তালামীযে ইসলামিয়া নৈতিকতার অবক্ষয় থেকে ছাত্রসমাজকে বিরত রাখতে কাজ করছে–এস এম মনোয়ার হোসেন বাবা ও মেয়ের গলায় দা ধরে ছিনতাই- গ্রেফতার দুই মৌলভীবাজারে হবিগঞ্জী বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, সড়ক অবরোধ-বাস ভাঙচুর  কমলগঞ্জে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মেলন অনুষ্ঠিত কমলগঞ্জে পূজা উদযাপন পরিষদের বৃক্ষরোপন আমিরের সুচিকিৎসা নিয়ে জামায়াতকে খোলা চিঠি আমরা জুলাইয়ের স্পিরিট থেকে বেরিয়ে ক্ষমতার জন্য লড়ছি: মির্জা ফখরুল কয়েকদিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা হবে: আইন উপদেষ্টা শ্রীমঙ্গলে কাভার্ডভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১, আহত ১ জামায়াত আমিরের হার্টে ৩ ব্লক, জরুরি বাইপাস সার্জারির সিদ্ধান্ত

তালামীযে ইসলামিয়া নৈতিকতার অবক্ষয় থেকে ছাত্রসমাজকে বিরত রাখতে কাজ করছে–এস এম মনোয়ার হোসেন

অনলাইন ডেস্ক / ২৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২ আগস্ট, ২০২৫

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন বলেন, তালামীযে ইসলামিয়া দেশ ও জাতির কল্যাণকামী সংগঠন। সেজন্য এদেশের ভবিষ্যত কর্ণধার ছাত্রসমাজ যেন নৈতিকতার অবক্ষয়ে পতিত না হয়, সেজন্য ছাত্রসমাজকে সুপথে ফিরিয়ে আনা এ সংগঠনের অন্যতম কাজ। মেধাবী ছাত্রসমাজের সফলতার স্বীকৃতিস্বরূপ প্রতিবছর বিভিন্ন উপজেলায় কৃতী সংবর্ধনা আয়োজন করে থাকে। শিক্ষার্থীদেরকে তাদের স্বপ্নের পথে দৃঢ়চিত্তে এগিয়ে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করে। ইসলামবিরোধী শক্তির আগ্রাসনের ভয়াল থাবা থেকে বেঁচে থাকার জন্য জাগতিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে নতুন প্রজন্মকে তাদের নিজের জীবন গড়ে তোলার জন্য এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করা উচিত।

তিনি আরো বলেন, নিজেকে শিক্ষার উচ্চশিখরে পৌঁছাতে হবে। একজন যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে, তখনই এই সমাজ ও দেশের কল্যাণে আপনাকে কাজে লাগবে। আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) যে কয়েকটি উদ্দেশ্যে তালামীযে ইসলামিয়া প্রতিষ্ঠা করেছিলেন এর মধ্যে অন্যতম হলো ছাত্রসমাজকে আহলে সুন্নাত ওয়াল জামাআতের নীতি ও আদর্শে একজন মর্দে মুজাহিদ হিসেবে জীবন পরিচালিত করে দুনিয়া ও আখেরাতে সফলতা লাভ করা

২ আগস্ট, শনিবার, ২০২৫ ঈসায়ী, সকাল ১০ ঘটিকায়, কমলগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলা আয়োজিত দাখিল ও এসএসসি কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুফতি মাওলানা বেলাল আহমদ।

কমলগঞ্জ উপজেলা সভাপতি আব্দুস সামাদ রাফির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামীম মিয়া ও সহ-সাধারণ সম্পাদক আবু রায়হান এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আলী রাব্বী রতন, কমলগঞ্জ উপজেলা আল ইসলাহ’র (ভারপ্রাপ্ত) সভাপতি হাফিজুর রহমান চৌধুরী, সাবেক সভাপতি কাজী আলম চৌধুরী, সংগঠনের মৌলভীবাজার জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা এম.এ জলিল, ঢাকা মহানগরীর সহ-সভাপতি আতিকুর রহমান বাপ্পি, মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক শাহ সামায়ূন কবির, সাংগঠনিক সম্পাদক এনামুল হক চৌধুরী তাওহীদ, কমলগঞ্জ পৌর আল ইসলাহ’র সভাপতি মাওলানা মোজাহিদ আলী আজমী, কমলগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সাধারণ সম্পাদক মনজুর আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা সিহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, লংলা ডিগ্রী কলেজের প্রভাষক ফয়ছল আহমদ, মৌলভীবাজার জেলা সিটিসি, সিভিল সার্জন আহমদ আলী জনি, সংগঠনের মৌলভীবাজার জেলা সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, কমলগঞ্জ পৌর আল ইসলাহ’র সহ-সভাপতি আব্দুল আহাদ, কমলগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি আব্দুল মোহাইমিন ফাহাদ প্রমুখ।

সংবাদ বিজ্ঞপ্তি


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর