বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :

মৌলভীবাজারে এয়ারগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার

কমলগঞ্জ প্রতিনিধি / ৮১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

মৌলভীবাজারের রাজনগর উপজেলার প্রেমনগর গ্রাম থেকে যৌথবাহিনী অভিযান চালিয়ে ১টি এয়ারগানসহ ১২ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকালে মৌলভীবাজার সেনা ক্যাম্প থেকে মেজর জি. এম. হাসান শাহরিয়ার জিন্নাহ এর নেতৃত্বে একটি টহল দল এ অভিযান পরিচালনা করা হয়। পরে রাজনগর থানায় উদ্ধারকৃত দেশী অস্ত্রগুলো হস্তান্তর করা হয়।

জানা যায়, রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের প্রেমনগর গ্রামে পূর্ব বিরোধের জের দুই পক্ষের মধ্য সংঘর্ষে জড়িয়ে পড়েন। দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় এয়ারগান ব্যবহার করলে এলাকায় আতংক সৃষ্টি হয়।

সংবাদ পেয়ে মৌলভীবাজার সেনা ক্যাম্প থেকে মেজর জি. এম. হাসান শাহরিয়ার জিন্নাহ এর নেতৃত্বে একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় ১২ জন আহত হন। সেনাবাহিনীসহ যৌথবাহিনী টিম গ্রামে অভিযান চালিয়ে সংঘর্ষে ব্যবহৃত ১ টি এয়ারগান, ২টি দা, ৬টি বর্শা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় কাউকে পাওয়া যায়নি।

রাতে উদ্ধারকৃত অস্ত্রসমূহ রাজনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর