বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :

বৃত্তি পরীক্ষা সুযোগ দানের দাবিতে কমলগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি

ডেস্ক রিপোর্ট / ১৪৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

বিগত বছরগুলো সকল বেসরকারি বিদ্যালয় ও কিন্ডারগার্টেন স্কুল সরকারি প্রাথমিক বৃত্তির আওতায় ছিল। সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর এ বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষা থেকে বে- সরকারি ও কিন্ডারগার্টেন স্কুলগুলোক বাদ দিয়েছে। সকল বেসরকারি বিদ্যালয় ও কিন্ডারগার্টেন স্কুলকে প্রাথমিক বৃত্তির সুযোগ দানের দাবিতে

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০ টায় কমলগঞ্জ উপজেলা চৌমুহনীতে কমলগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সকল স্কুল মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন শেষে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বরাবরে একটি স্মারকলিপি কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রদান করা হয়।

বৃহস্পতিবার সকাল ১০ টায় কমলগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মো. মুজিবুর রহমান রঞ্জুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন শাহজালাল কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ সোয়েব আহমদ, আম্বিয়া কেজি স্কুলের অধ্যক্ষ মমতা সিনহা, কমলগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সহসভাপতি কমলগঞ্জ আইডিয়াল স্কুলের অধ্যক্ষ মাসুক আলী ও এসোসিয়েশনের সভাপতি মো. মুজিবুর রহমান রঞ্জু।

বক্তারা বলেন, সরকারি ডকক নিয়ম মেয়ে সরকারি পাঠ্য পুস্তককে প্রাধান্য দিয়ে সকল কেজি স্কুলে পাঠদান করা হয়। সরকারি সকল জরিপে কেজি স্কুল অংশ গ্রহণ করে। বিগত বছরগুলোতেও বেসরকারি বিদ্যালয় ও কেজি স্কুল প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে। ২০১৯ সালের করোনা সংক্রমণকালে প্রাথমিক সমাপনী পরীক্ষা বাতিল হয়েছিল। এ বছর থেকে আবার প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরুর সরকারি প্রজ্ঞাপণ জারি হলে বে- সরাসরি বিদ্যালয় ও কেজি স্কুলগুলো এ বৃত্তি পরীক্ষার সুযোগ থেকে বাদ দেওয়া হয়েছে।

বক্তারা মনে করেন একটি মহল ইচ্ছে করেই এ বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করতে এ কাজ করেছে। এতে প্রমাণ হয়ে আবারও নতুন বৈষম্যের সৃষ্টি। তারা দাবি করেন অবিলম্বে নতুন সংশোধনী প্রজ্ঞাপণ জারি করে সেকল বে- সরকারি বিদ্যালয় ও কিন্ডারগার্টেন স্কুলকে প্রাথমিক বৃত্তির সুযোগ করে দেওয়া। অন্যতায় সকল ব- সরকারি বিদ্যালয় ও কিন্ডারগার্টেন স্কুল বড় ধরণের আন্দোলন শুরু করবে।

মানববন্ধন শেষে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বরাবরে লিখা একটি স্মারকলিপি কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধরের কাছে প্রদান করা হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর