সিলেটে সফরে আসছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ৭ জুলাই (সোমবার) সিলেট জেলা বিএনপির দলীয় সভায় যোগ দিবেন তিনি। এসময় বিএনপি মহাসচিবের সাথে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, এ জেড এম জাহিদসহ অন্যান্য নেতৃবৃন্দরা সিলেটে আসবেন।
বিষয়টি শনিবার দুপুরে সিলেট ভয়েসকে নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
তিনি জানান, সোমবার সিলেট নগরীর পাঠানটুলা এলাকার সানরাইজ কমিউনিটি সেন্টারে দলীয় সভায় যোগ দিবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন তিনি। এসময় উনার সাথে বিএনপির কেন্দ্রীয় নেতারাও উপস্থিত থাকবেন।
জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন,এই সফর ঘিরে সিলেট জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা কাজ করছে। আমি মনে করি উনার এই সফরের মধ্য দিয়ে আবারও সিলেট বিভাগে রাজনীতির নতুন গতি সঞ্চার হবে।