শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :

নায়িকা হিসেবে অভিষেক হলো ইমির

অনলাইন ডেস্ক / ৬৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৩ জুলাই, ২০২৪

ঈদের সিনেমা শেষে আবারও শুরু হলো নতুন সিনেমার মুক্তির প্রক্রিয়া। গতকাল শুক্রবার দেশের ৫টি মাল্টিপ্লেক্সে মুক্তি পেল ঢাকার শীর্ষ র‌্যাম্প মডেল ইমি অভিনীত প্রথম সিনেমা ‘আজব কারখানা’। সরকারি অনুদান পাওয়া এ ছবিটি নির্মাণ করেছেন শবনম ফেরদৌসী। ইমির বিপরীতে অভিনয় করেছেন টালিউডের আলোচিত অভিনেতা পরমব্রত। জানা গেছে, ছবিটি রাজধানীর স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা ও সনি স্কয়ার শাখা, যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস, কেরানীগঞ্জের লায়ন্স সিনেমা এবং চট্টগ্রামের সিলভার স্ক্রিনে মুক্তি পেয়েছে।

ছবিটি প্রসঙ্গে নায়িকা হিসেবে অভিষেক হওয়া র‌্যাম্প মডেল ইমি বলেন, ‌‘২০১৯ ও ২০২০ সাল মিলিয়ে এ ছবির কাজটি করেছিলাম। সে হিসেবে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে খানিক সময় নিয়েছি আমরা। কারণ উৎসবকেন্দ্রিক মুভমেন্ট ছিল। অনেক দিন ধরেই অপক্ষোয় ছিলাম ছবিটির মুক্তির জন্য।’

‘আজব কারখানা’য় রকতারকা রাজীব চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। গল্পটি তাকে কেন্দ্র করেই। গ্রাম-বাংলার বাউলশিল্পীদের সংস্পর্শে এসে নিজের জীবনের নতুন অর্থ খুঁজতে শুরু করে সে। গল্পে আবহমান বাংলার বিভিন্ন গানের ধারা, ঘরানা ও মর্মবাণী তুলে ধরা হয়েছে।

সৈয়দা নিগার বানুর রচনায় চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন বাংলাদেশের নির্মাতা, প্রযোজক ও মিডিয়া ব্যক্তিত্ব সামিয়া জামান। ছবিতে আরও অভিনয় করেছেন দিলরুবা দোয়েল, খালিদ হাসান রুমি, সেলিম বয়াতি, দিলু বয়াতি, কিতাব আলী, ক্রিস্টিয়ানো তন্ময়, অর্পণ, মায়মুনা মম ও মাহরিন মান্যসহ অনেকে।

ছবির নির্মাতা শবনম ফেরদৌসী জানান, ‘আজব কারখানা’ চলচ্চিত্রের কাহিনি আবর্তিত হয়েছে একজন রকস্টারের জীবনকে ঘিরে। ছবিটিতে ৫টি মৌলিক গান রয়েছে। এতে প্রথমবারের মতো বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবি হেলাল হাফিজের ৪টি কবিতাকে গানে রূপায়ন করা হয়েছে। এগুলোর সংগীতায়োজন করেছে ব্যান্ড ভাইকিং এবং শিল্পী লাবিক কামাল গৌরব। ছবিটির সংগীত পরিচালনা করেছেন গৌরব নিজেই।

এরমধ্যে বিশ্বের ১৫টি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়েছে ‘আজব কারখানা’। দুটি পুরস্কারও জিতেছে। ২০২২ সালে ২৭তম কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের ‘এশিয়ান সিলেক্ট: নেটপ্যাক অ্যাওয়ার্ড’ শাখায় প্রদর্শিত হয় এটি। এর আগে একই বছরের জানুয়ারিতে ২০তম ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের বাংলাদেশ প্যানোরমা শাখায় দেখানো হয়েছে সিনেমাটি। এ ছাড়া ২০২৩ সালের অক্টোবরে ফ্রান্সের প্যারিসে ‘গঙ্গা থেকে সিন’ ফিল্ম ফেস্টিভ্যালেও প্রদর্শিত হয় ‘আজব কারখানা’।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর