রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৯:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
তালামীযে ইসলামিয়া নৈতিকতার অবক্ষয় থেকে ছাত্রসমাজকে বিরত রাখতে কাজ করছে–এস এম মনোয়ার হোসেন বাবা ও মেয়ের গলায় দা ধরে ছিনতাই- গ্রেফতার দুই মৌলভীবাজারে হবিগঞ্জী বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, সড়ক অবরোধ-বাস ভাঙচুর  কমলগঞ্জে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মেলন অনুষ্ঠিত কমলগঞ্জে পূজা উদযাপন পরিষদের বৃক্ষরোপন আমিরের সুচিকিৎসা নিয়ে জামায়াতকে খোলা চিঠি আমরা জুলাইয়ের স্পিরিট থেকে বেরিয়ে ক্ষমতার জন্য লড়ছি: মির্জা ফখরুল কয়েকদিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা হবে: আইন উপদেষ্টা শ্রীমঙ্গলে কাভার্ডভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১, আহত ১ জামায়াত আমিরের হার্টে ৩ ব্লক, জরুরি বাইপাস সার্জারির সিদ্ধান্ত

বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ বাংলাদেশ: র‌্যাব ডিজি

রিপোটার : / ৬৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১ জুলাই, ২০২৪
রাজধানী গুলশান-২-এ হলি আর্টিজান বেকারিতে প্রাণ হারানো ব্যক্তিদের স্মরণে গুলশান-১-এ দীপ্ত শপথ ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদনে গিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন র‌্যাব ডিজি হারুন অর রশিদ। ছবি: সংগৃহীত

দেশে জঙ্গি তৎপরতা নেই দাবি করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) হারুন অর রশিদ সোমবার বলেছেন, বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ এখন বাংলাদেশ।

রাজধানী গুলশান-২-এ হলি আর্টিজান বেকারিতে প্রাণ হারানো ব্যক্তিদের স্মরণে গুলশান-১-এ দীপ্ত শপথ ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদনে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

গুলশান-২-এর লেকপাড়ের হলি আর্টিজান বেকারিতে ২০১৬ সালের ১ জুলাই ভয়াবহ জঙ্গি হামলায়

বিদেশি নাগরিকসহ ২০ জন নিহত হন।

জঙ্গিদের মোকাবিলা করতে গিয়ে পুলিশের দুই কর্মকর্তাও প্রাণ হারান। পরে কমান্ডো অভিযানে নিহত হয় পাঁচ জঙ্গি।

ওই দিন হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে ৯ ইতালীয়, সাতজন জাপানি, একজন ভারতীয়, একজন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান এবং দুজন বাংলাদেশি ছিলেন।

র‌্যাব ডিজি বলেন, ‘গুলশানে হলি আর্টিজান বেকারিতে যে সন্ত্রাসী হামলা হয়েছিল এবং সেখানে আপনারা জানেন যে, ১৭ জন বিদেশিসহ আমাদের দুইজন পুলিশ কর্মকর্তা, আজকে যাদের জন্য আমরা এখানে এসেছি, যাদের প্রতি শ্রদ্ধা জানাতে, ওসি সালাউদ্দিন এবং এসি রবিউল। তারা ওই ঘটনায় নিহত হন এবং পরবর্তীতে আপনি যথাযথ বলছিলেন যে, র‌্যাব, পুলিশ এবং সেনাবাহিনী একযোগে যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জঙ্গি আস্তানাগুলোতে অভিযান চালায় এবং সেখানে অনেক আস্তানা তারা ধ্বংস করতে সক্ষম হয় এবং জঙ্গিদেরকে আটক করতে এবং আইনের আওতায় আনতে সক্ষম হয়।

‘এই ফলশ্রুতিতে যেটা হয়েছে যে, আপনারা জানেন যে, এখন কোনো জঙ্গি তৎপরতা, সুস্পষ্ট আমাদের কাছে কোনো ইয়া নাই, তথ্য নাই এবং পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। শুধু তাই না, আমি এটা দাবি করতে চাই যে, বাংলাদেশ ইজ দ্য সেফেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড (বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ বাংলাদেশ)। এখন এ ধরনের কোনো শঙ্কা আমাদের নাই।’

র‌্যাবের সাফল্য নিয়ে বাহিনীর প্রধান বলেন, ‘র‌্যাবের যে সফলতার কথা বলছিলেন, র‌্যাব আপনারা জানেন যে, সূচনালগ্ন থেকেই র‌্যাব আসলে উগ্র মৌলবাদ, উগ্র জঙ্গিবাদ নিয়ে কাজ করে আসছে এবং তারা সারাক্ষণই কিন্তু আমাদের এ বিষয়ে নজরদারি রয়েছে।

‘আমি বিশেষ করে যেটা বলতে চাই, আপনার ২০১৬ সালে সন্ত্রাসী যে হামলা হয়েছিল, তার পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এই র‌্যাবকে আধুনিকায়ন করা, আধুনিক প্রশিক্ষণে প্রশিক্ষিত করা এবং আপনার তথ্যপ্রযুক্তির সমন্বয় ঘটিয়ে, আমি বলব যে, র‌্যাব এখন একটা আধুনিক, দক্ষ এবং পেশাদার বাহিনী।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর