মৌলভীবাজারের কমলগঞ্জ-শমশেরনগর সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও একজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (৭ জুন) রাত ৯টায় কমলগঞ্জ উপজেলার কাছারীবাজার (শ্যামেরকোনা) এলাকার বনগাঁও নামক স্থানে ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, কমলগঞ্জ-শমসেরনগর সড়কে কাছারীবাজার (শ্যামেরকোনা) নামক এলাকায় দুটি দ্রুতগামী বিপরীত মুখি ২টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসকরা মোটরসাইকেল আরোহীরা শ্যামেরকোনা গ্রামের আনকার মিয়ার ছেলে জুবের মিয়া (২২) ও কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের হারিছ মিয়ার ছেলে কামরুল মিয়া (১৮) মৃত ঘোষনা করেন।
অপরদিকে গুরুত্বর আহত অবস্থায় মাহবুব মিয়া (২০) নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসসানী হাসপাতালে পাঠানো হয়েছে।