গুড নেইবারস বাংলাদেশ, মৌলভীবাজার কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট-এর আয়োজনে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়ন পরিষদ হলরুমে একটি বিশেষ হেলথ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। রোববার(২৫মে) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এ ক্যাম্পেইনে চর্মরোগ বিশেষজ্ঞ ডা. কুতুবউদ্দিন নাহিদ রোগী দেখেন।
স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এই ক্যাম্পেইনে রোগীদের জন্য চিকিৎসা ফি নির্ধারণ করা হয় মাত্র ১৫০ টাকা। পাশাপাশি সকল প্রয়োজনীয় ওষুধে ৪০% মূল্যছাড় দেওয়া হয়।
ক্যাম্পেইনে উপজেলার আদমপুর ও ইসলামপুর ইউনিয়ন থেকে আগত প্রায় শতাধিক রোগী সেবা গ্রহণ করেন। সেবা গ্রহণকারীরা এমন মানবিক উদ্যোগের জন্য গুড নেইবারস বাংলাদেশকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, গুড নেইবারস বাংলাদেশ দীর্ঘদিন ধরে মৌলভীবাজার অঞ্চলে স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক উন্নয়নে কাজ করে আসছে।