বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৭:১৭ অপরাহ্ন

জামিন পেলেন নুসরাত ফারিয়া

অনলাইন ডেস্ক / ১০ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার নুসরাত ফারিয়ার জামিন দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানেট আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

গত রোববার (১৮ মে) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে ওঠার প্রস্তুতিকালে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। ওই সময় তার বিরুদ্ধে ভাটারা থানায় দায়ের করা একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। 

480565826_1180318066787371_8482489786536470498_n

অভিনেত্রীকে আটকের পর ইমিগ্রেশন পুলিশ ভাটারা থানায় হস্তান্তর করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অভিনেত্রীকে রোববার বিকাল পাঁচ টায় ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে শিক্ষার্থী এনামুল হকের দায়ের করা হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রীকে গ্রেফতার দেখানো হয়। 

গতকাল সোমবার (১৯ মে) সকালে তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল ভূঁইয়া কারাগারে আটক রাখার আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতে অভিনেত্রীকে কারাগারা আটক রাখারা আদেশ দেয় ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজনীন আক্তারের আদালত। 

495638164_1238979314254579_2549573764302969359_n

গত ২৮ এপ্রিল মাসে এনামুক হক নামের এক ব্যক্তি নুসরাত ফারিয়া সহ ১৭ জন অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। ওই মামলায় অপু বিশ্বাস, অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচীসহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন এবং অজ্ঞাতপরিচয় তিন-চার শজনকে ওই মামলায় আসামি করা হয়েছিল।

মামলার নথিতে আরও উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করার জন্য বিপুল অর্থ জোগান দিয়েছেন ফারিয়া। 


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর